সুপার লিগ নিয়ে কী বললেন বার্সা সভাপতি?
ইউরোপিয়ান সুপার লিগে শুরুতে যোগ দেয়ার কথা থাকলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইংলিশ লিগের সব দল ও অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান। ফলে শুরুর আগেই প্রতিযোগিতাটি কার্যত ভেস্তে গেছে বলেই ধারণা করা হচ্ছে। তবে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা মোটেও তেমন মনে করেন না। বরং জানালেন, করোনাসৃষ্ট মন্দার ফলে সুপার লিগের প্রয়োজনীয়তা আরও বেশি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আলাপে বসতে উয়েফাকেও আহবান জানিয়েছেন।
গত রোববার রাতে সুপার লিগের ঘোষণা আসে। তবে ৪৮ ঘণ্টা না পেরোতেই নানা আলোচনা-সমালোচনার পর প্রিমিয়ার লিগের ছয় ক্লাব সহ মোট আট দল ছেড়ে যায় প্রস্তাবিত এ প্রতিযোগিতাটি। ফলে প্রতিযোগিতায় টিকে থাকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্তাস ও এসি মিলান।
বিজ্ঞাপন
যদিও বার্সেলোনা প্রতিযোগিতায় আছে, তবে তাদের খেলাও নিশ্চিত নয়। কারণ বার্সেলোনার সোয়া এক লাখ সদস্যের অনুমতি ছাড়া সিদ্ধান্ত নিতে পারবে না ক্লাবটি। তবে ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন নিজেদের ইতিবাচক মানসিকতার কথা। বললেন, ‘এক্ষেত্রে সদস্যদের কথাই চূড়ান্ত। তবে আমরা মনে করি, এটা দরকার। আয়ের ক্ষেত্রে বড় ক্লাবগুলো অনেক বড় অবদান রাখে, এটা আমদের মাথায় রাখতে হবে।’
তার মতে, সুপার লিগ নিয়ে বর্তমান যে সমস্যা সৃষ্টি হয়েছে, আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। বললেন, ‘খেলার মানের দিক থেকে এটি দারুণ একটা টুর্নামেন্ট হবে। তবে ঘরোয়া লিগের পক্ষে আমরা। উয়েফার সঙ্গে এ নিয়ে আলোচনায়ও বসতে আগ্রহী আমরা। আমি মনে করি, আলোচনাতে বসলেই একটা সমাধান বেরিয়ে আসবে।’
তবে আট দল চলে যাওয়ায় সুপার লিগ শেষ হয়ে গেছে, তা মানতে নারাজ বার্সা সভাপতি। বললেন, ‘চাপের কারণে কিছু ক্লাব সরে গেছে তবে আমাদের প্রকল্পটি এখনও চলছে। আমরা অনেক বড় বিনিয়োগ করি, আর বেশি বেতন দেই, সেসব বিষয় মাথায় রাখতে হবে আপনার।’
এনইউ