ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই। দীর্ঘ সংস্করণের এই ক্রিকেট খেললে ক্রিকেটারদের বাড়তি বোনাস দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। তবে টেস্ট খেলার মাপকাঠি হিসেবে তাদের অংশ নিতে হবে ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে। প্রথম শ্রেণির ম্যাচ খেলায় জোর দেওয়ার জন্যই ক্রিকেটারদের বেতন কাঠামোর এই পরিবর্তন আসতে পারে!

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আইপিএলকে প্রাধান্য দিয়ে রঞ্জি ট্রফিতে অংশগ্রহণে সাম্প্রতিক সময়ে অনীহা দেখিয়ে আসছেন কয়েকজন ক্রিকেটার। এমন মনোভাব পরিবর্তনে কড়া সিদ্ধান্ত হিসেবে বিসিসিআই নতুন করে ক্রিকেটারদের বেতন কাঠামো পুনঃনির্ধারণের কথা ভাবছে। যার অংশ হিসেবে তারা বাড়তি ম্যাচ ফি ও বোনাস দিতে যাচ্ছে টেস্ট খেলুড়ে ক্রিকেটারদের।

রাঁচিতে চলমান সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ঘরের মাঠে ভারত টানা ১৭তম টেস্ট সিরিজ নিশ্চিত করেছে। যদিও এই সময়ে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন দলের অন্যতম প্রধান তারকা বিরাট কোহলি। চোটের কারণে দলের বাইরে পেসার মোহাম্মদ শামিও। প্রথম টেস্টের পর ছিটকে যান লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। প্রথম সারির বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই ভারত অনভিজ্ঞ একাদশ নিয়ে ভাইজাগ, রাজকোট এবং রাঁচি টেস্টে নেমেছিল। আরও প্রতিটিতেই জয় পেয়েছে।

এদিকে, জাতীয় দলে না থাকলেও শ্রেয়াস আইয়ার ও ইশান কিষাণদের দীর্ঘতম সংস্করণের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জিতে খেলার নির্দেশ দেয় বিসিসিআই। তবে রঞ্জি ট্রফি এড়িয়ে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করেছেন তারা। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, পিঠের অজুহাত দেখানো আইয়ারের কোনো চোট নেই বলে বিসিসিআইয়ের চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে, নিজের মানসিক সমস্যার কথা বলে রঞ্জি এড়িয়েছেন ইশান। কিন্তু তিনি তার আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে নিয়মিত অনুশীলন চালাচ্ছেন।

এসব দেখেই খেলোয়াড়দের ফি সংশোধনের উদ্যোগ নিয়েছে বিসিসিআই। কোনো খেলোয়াড় এক মৌসুমের সব টেস্ট সিরিজ খেললে, তাকে অতিরিক্ত বোনাস দেওয়া হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বর্তমানে বিসিসিআই প্রতি টেস্ট ম্যাচের ফি হিসেবে ১৫ লাখ ভারতীয় রুপি দেয়। ওয়ানডে ক্রিকেটে ম্যাচপ্রতি দেয় ৬ লাখ রুপি করে। আর ৩ লাখ রুপি করে দেওয়া হয় আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রতি ম্যাচে।

এদিকে, ভারতের সর্বশেষ টেস্ট সিরিজ জয়ের পর অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে বলেছেন, ‘এটা স্পষ্ট যে কে ক্ষুধার্ত আর কে নয়। কে এখানে থাকতে চান, আর কে চান না। যারা ক্ষুধার্ত, যারা কঠিন পরিস্থিতিতে খেলতে চান, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। এটা একেবারে সোজা কথা। আইপিএল আমাদের জন্য খুব ভাল টুর্নামেন্ট। কিন্তু টেস্ট সবচেয়ে কঠিন ফরম্যাট। এখানে শ্রেষ্ঠত্ব অর্জন করা কঠিন। জেতার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। শেষ তিনটি ম্যাচে জয় সহজ ছিল না। বোলারদের প্রচুর ওভার করতে হয়েছে। ব্যাটসম্যানদের অনেকক্ষণ ব্যাট করতে হয়েছে। নিজেদের সর্বোচ্চটুকু নিংড়ে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত কঠিন জায়গা।’

ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতীয় ক্রিকেটারদের চুক্তিভিত্তিক আয়েরও একটি তালিকা দিয়েছে। যেখানে রোহিত-কোহলিসহ চারজন ক্রিকেটার আছেন কেন্দ্রীয় চুক্তির এ প্লাস ক্যাটাগরিতে।

গ্রেড এ+ (৭ কোটি রুপি) : রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। 

গ্রেড এ (৫ কোটি রুপি) : হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল।

গ্রেড বি (৩ কোটি রুপি) : চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব, শুভমান গিল।

সি ক্যাটাগরি (১ কোটি রুপি) : উমেশ যাদব, শেখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ইশান কিষাণ, দীপক হুদা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিং, কেএস ভরত।

এএইচএস