প্রায় পুরো বিপিএল আসরজুড়ে চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকলেও, বাংলাদেশে এসেই বিস্ফোরক মন্তব্যে হৈ-চৈ ফেলে দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলের এই কোচ বলেছেন– বিপিএল দেখতে গেলে মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন। এমনকি বিপিএলকে ‘সার্কাসের’ সঙ্গেও তুলনা করেছেন হাথুরু। তার করা সেই মন্তব্যকে ইঙ্গিত করে এবার পাল্টা মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অ্যানালিস্ট শ্রীনিভাস চন্দ্রশেখরন।

ভারত বিশ্বকাপ শেষেই বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন শ্রীনিভাস। এর আগে ছয় বছর দলটির অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। বিসিবির সঙ্গে তার আর কোনো সম্পর্ক না থাকলেও তিনি আবারও বাংলাদেশে এসেছেন। মূলত বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের ভিডিও অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন তিনি। ফলে চলতি বিপিএলে অংশগ্রহণ রয়েছে তারও। সেই সুযোগেই কিনা নিজের সাবেক কোচিং সহকর্মী হাথুরুর মন্তব্যের জবাব দিলেন শ্রীনিভাস!

বর্তমানে রংপুরের এই অ্যানালিস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে দলটির খেলোয়াড়দের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সার্কাস বিনোদনে পরিণত হতে পারে, যখন এই মানুষগুলো (ক্রিকেটার) আপনার সঙ্গে থাকে।’ এই পোস্টের হ্যাশট্যাগে রংপুরের স্লোগান ‘জয়ের লড়াই’ ব্যবহার করেছেন শ্রীনি।

এই পোস্টে কাউকে ম্যানশন না করা হলেও, কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য সেটি বুঝতে বাকি নেই কারও। সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের (বাংলাদেশ) উপযুক্ত কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটি হয়তো কিছুটা অদ্ভুত শোনাবে। আমি যখনই বিপিএল দেখতে বসেছি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিয়েছি। এখানে অংশ নেওয়া কিছু ক্রিকেটারের কোনো (পর্যাপ্ত) ক্লাসই নেই।’

একসঙ্গে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পরিচালনার বিষয়ে আইসিসির পদক্ষেপ নেওয়া উচিৎ বলেও মনে করেন এই লঙ্কান কোচ, ‘বর্তমানে প্রচলিত পদ্ধতিটাই বড় বিষয়। আইসিসির উচিৎ কিছু পদক্ষেপ নেওয়া, কিছু নিয়ম বেধে দেওয়া যেতে পারে। একজন ক্রিকেটার নির্দিষ্ট সময়ে একটি টুর্নামেন্টেই অংশ নেওয়া উচিৎ, তারপর সেটি শেষ হলে অন্যটিতে। অন্যথায় এটি সার্কাসে পরিণত হয়।’

সবমিলিয়ে টুর্নামেন্টে কিছু পরিবর্তন আনা নিয়ে পরামর্শ দিলেও, ‘টিভি বন্ধ করে দেওয়া’ কিংবা ‘সার্কাস’ বলে উল্লেখ করা নিয়ে আলোচনা চলছে দেশের ক্রিকেট মহলে। যার জন্য হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ নিয়ে দেশের ক্রীড়ামন্ত্রী পাপন বলেন, ‘প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কি না। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কি না নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।’

এএইচএস