চলমান বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার রোমারিও শেফার্ড। বন্দরনগরীর দলটি বর্তমানে বিপিএলের প্লে-অফ খেলার অপেক্ষায় আছে। যাদের হয়ে ওপেনিংয়ে দারুণ পারফর্ম করছেন তরুণ ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। বিপিএলে একটি সেঞ্চুরিও করেছেন তিনি। যে সেঞ্চুরি মনে ধরেছে শেফার্ডের। তার চোখে এটি অন্যতম সেরা ম্যাজিক ফিগার।

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যারিবীয় তারকা এই কথা জানান। শেফার্ড বলছিলেন, ‘এটা (তানজিদের সেঞ্চুরি) আমার দেখা পেশাদার ক্রিকেটে তরুণদের মধ্যে অন্যতম সেরা ইনিংস ছিল। আমার চোখে অন্যতম সেরা সেঞ্চুরি এটি। চাপের মুখে এবং হেরে গেলেই বাদ– এমন পরিস্থিতিতে সে যেভাবে খেলেছে তাতে মনে হয়েছে তার হাতে যেন অনেক সময় ছিল। সে দারুণ খেলছে। বাংলাদেশের জন্য দারুণ একটি সম্পদ হতে যাচ্ছে সে, কারণ সে এখনও তরুণ। সে যেভাবে খেলে, এগিয়েই যেতে থাকে শুধু। সে শুধু ফিফটি করেই সন্তুষ্ট থাকে না, আরও এগিয়ে যেতে চায়।’

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে শেফার্ড বলেন, ‘আমাদের দল (চট্টগ্রাম) হয়তো অনেক বড় নামের ক্রিকেটার দিয়ে ঠাসা নয়। এখানে কিছু দেশি ক্রিকেটার আছেন যারা (ভালো করার জন্য) ক্ষুধার্ত। এভাবেই তরুণ ক্রিকেটারদের ওঠে আসতে হবে। এটাই তাদের জন্য গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে (ভালো খেলার) ক্ষুধাটা থাকতে হবে। সুযোগ পেলে দুই হাত দিয়ে তা লুফে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের দল। প্রতিদিন কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে। গত ম্যাচে শুভ (শুভাগত হোম চৌধুরী), টানা ২ ম্যাচে তরুণ ওপেনার (তানজিদ) ভালো করল। সে একটি সেঞ্চুরির পাশাপাশি ৭০ রানের একটি ইনিংসও খেলেছে। আশা করছি সে তার ভালো ফর্ম চালিয়ে যাবে।’

এভাবে কেউ না কেউ ব্যাটিংয়ে ভালো করলে, বোলারদের সামনে ডিফেন্ড করার পরিস্থিতি তৈরি হয় বলেও মন্তব্য শেফার্ডের, ‘যদি সে (তামিম) নাও পারে তাহলে অন্য কেউ হয়তো দাঁড়িয়ে যাবে এবং ভালো রান এনে দেবে, যা বোলারদের জন্য ডিফেন্ড করার মত হবে। এখানকার (মিরপুর) উইকেট চট্টগ্রামের চেয়ে অনেক ভিন্ন। ফলে আমাদের পার স্কোরের চেয়ে বেশি রান করতে হবে। ফলে বোলিং বিভাগে আমাদের পারফরম্যান্স চালিয়ে যেতে হবে, সেই সঙ্গে ব্যাটিংয়েও।’

প্রথমবার বিপিএলে খেলতে এলেন শেফার্ড। যেখানে তরুণদের পারফর্ম করে প্রমাণের বেশ সুযোগ আছে বলে মনে করেন এই ক্যারিবীয় বোলিং অলরাউন্ডার, ‘বাংলাদেশের লিগে আমার প্রথমবার আসা হল। এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি আমি। নতুন দলের ফলে নতুন তরুণ ক্রিকেটারদের সামনে আগানোর সুযোগ আসে। আমার মনে হয় এখানে সুযোগ থাকে ভালো দল হিসেবেও গড়ে ওঠার। অনেক ম্যাচও খেলতে হয়, একটা লিগে ১২টা ম্যাচ মানে অনেক। দলগুলোতে তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে, বিষয়টা সত্যিই দারুণ।’

আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে বিপিএলের প্লে-অফ পর্ব। চার নম্বরে থেকে এই রাউন্ডে ওঠা চট্টগ্রাম এলিমিনেটর ম্যাচে দুপুরে মুখোমুখি হবে তিনে থাকা ফরচুন বরিশালের। হারলে বিদায়, জিতলে ফাইনালে উঠতে আরও দুই ম্যাচ সুযোগ পাবে দল দুটি। দিনের অপর ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এসএইচ/এএইচএস