দেনার দায়ে ক্রিকেট স্টেডিয়াম ‘বন্ধ’ কর্তৃপক্ষের
ব্যাপক আয়ের পরেও বন্ধ হলো ক্রিকেট স্টেডিয়াম। যথাযথ কর্তৃপক্ষের কাছে স্টেডিয়ামের পাওনা টাকা বুঝিয়ে না দেওয়ার অভিযোগে সিল করে দেওয়া হলো দুনিয়ার বড় ফ্র্যাঞ্চাইজ লিগ আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হোমভেন্যু। আইপিএল শুরুর মাত্র এক মাস আগেই বিপাকে পড়তে হল ২০০৮ আসরের চ্যাম্পিয়নদের।
জয়পুরে তাদের ঘরের মাঠ সওয়াই মান সিংহ স্টেডিয়াম ‘সিল’ করে দিয়েছে রাজস্থান সরকারের ক্রীড়া দফতর। ভারতীয় গণমাধ্যমের খবর, রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) টাকা দেয়নি বলেই স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। তবে সেখানেই ক্ষান্ত হয়নি রাজ্য সরকার আরসিএ-র দফতর এবং অ্যাকাডেমিও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রাজস্থান ক্রীড়া সংস্থার সচিন সোহন রাম চৌধুরি গত শুক্রবার একটি চিঠি দিয়ে আরসিএ-কে জানিয়েছিলেন, সম্পদ হস্তান্তর করে দিতে হবে। সেটা না হওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকেই স্টেডিয়ামে গিয়ে সম্পত্তি ‘সিল’ করে দেওয়া হয়।
সোহন গণমাধ্যমকে বলেছেন, ‘স্টেডিয়াম কর্তৃপক্ষকে একের পর এক নোটিস পাঠানো হয়েছে। কোনও উত্তর দেয়নি। এক বারই উত্তর দিয়েছিল। সেটাও দুই পক্ষের চুক্তি ৮ বছর থেকে বাড়িয়ে ১০ বছরের জন্য করার আবেদন ছিল। তাদের কিছু দেনা আছে, আর সেটা তারা পূরণ করেনি।’
তিনি রাজস্থান ক্রিকেট সংস্থার দিকে আঙুল তুলে বলেন, ‘আরসিএ-র কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেছিলাম। বছরে আনুমানিক ২০০ কোটি টাকা পেলেও তাদের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। রাজস্থান প্রিমিয়ার লিগ আয়োজন করে প্রচুর অর্থ পেলেও সরকারের টাকা মেটায়নি। তাই জন্যই এই পদক্ষেপ নিতে হয়েছে আমাদের।’
তবে আইপিএলের ম্যাচ আয়োজন নিয়ে আশ্বাস দিয়েছেন সোহন। জানিয়েছেন, আইপিএল এবং অন্যান্য যা ম্যাচ রয়েছে তা আয়োজন করা হবে। ভক্তদের খানিক আশ্বস্ত করার ভঙ্গিতেই বললেন, ‘ওটা আমাদের সম্পত্তি। সেটাই আমরা নিয়েছি। জাতীয় এবং আন্তর্জাতিক সব ম্যাচই ওখানে হবে।’
এদিকে রাজস্থানের ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ৮ কোটি রূপির যে পাওনার কথা বলা হচ্ছে তা বেশ পুরাতন। আর সেটা নতুনভাবে পরিশোধের সময়ও দেয়া হয়নি। দুই দিনের মধ্যেই এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে বলে দাবি করেছে রাজস্থানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
জেএ