চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন তরুণ ব্যাটার জাকের আলি অনিক। ব্যাট হাতে দলের প্রয়োজনে সবটুকু উজাড় করেই খেলছেন মিডল অর্ডার এই ব্যাটার। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন তো কয়েকদিন আগেই বলেছিলেন জাকেরের ভূমিকা নিয়ে। এমনকি শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি দলে জাকেরের ডাক না পাওয়ায় সমালোচনাও করেছিলেন কুমিল্লার কোচ।

আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন জাকের। এ সময় জাতীয় দলে নিজের সুযোগ না পাওয়ার প্রশ্নে তিনি বলেন, 'দেখেন এগুলো নিয়ে চিন্তাই করি না। তিন সংস্করণে ভালো খেলছি এটাই সবচেয়ে বড় বিষয়। আমি লঙ্গার ভার্সনের ক্রিকেটকে সবচেয়ে বেশি পছন্দ করি। টি-টোয়েন্টিটাও পছন্দ করি। চেষ্টা করি যখন যে খেলাটা থাকবে সেখানে আমার সেরা পারফরম্যান্সটা দিতে। ইচ্ছা থাকে। আর সিলেকশন হবে, আমার যখন সময় আসে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি আমার প্রক্রিয়ায় ঠিক থাকি। যখন সময় আসবে যায়গা মতো চলে যাবো।'

এর আগে জাকেরকে নিয়ে কোচ সালাহউদ্দিন হতাশা প্রকাশ করে বলেছিলেন, 'জাকেরের কথাটা সবসময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না। ছেলেটার হয়ত চেহারা একটু কালো, এই কারণে আমার মনেহয়, বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। আপনারা ছয় নম্বর, সাত নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা শেষ কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলছে। তার স্ট্রাইকরেট যদি দেখেন, আর সে প্রতিটা দিনই আমাদের কঠিন মুহূর্তে রানটা করে দিচ্ছে এবং সে অনেক দায়িত্ববান।'

এদিকে ক্যারিবিয়ান অলারাউন্ডার আন্দ্রে রাসেল সর্বশেষ ম্যাচে ১২ বলে ৪৩ রান করে কুমিল্লাকে দারুণ এক জয় এনে দিয়েছেন। সেই ইনিংস নিয়ে জাকের বলেন, 'দেখেন ওরা সবসময় ক্রিকেটকে উপভোগ করে। সবসময় ওরা ওদের প্রক্রিয়ায় থাকে। ড্রেসিংরুমে মজা করে। খেলা নিয়ে এতো চিন্তাই করে না। আমি দুই বছর ধরে আন্দ্রে রাসেলকে দেখছি, ব্যাটিংয়ে যাওয়ার আগে সে খুবই মজা করে, আড্ডা মারে। নারিনের সাথে। ওরা ওদের কথার মধ্যেই থাকে। ব্যাটিংয়ে নামার সময় আবার ওকে, সিরিয়াস। ওরা ওদের কাজে একদম শতভাগ দেয়, কোনো চাপ নেয় না। দেখলাম যে অনেক স্বাভাবিক থাকে।'

এসএইচ/এফআই