এখনও চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করতে পারেনি তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। তাদের প্লে-অফে ওঠা নির্ভর করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচের ওপর। উভয় দলই আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঝামেলায় পড়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। তাদের দুই বিদেশি তারকা কেশভ মহারাজ এবং টম ব্যান্টন বিপিএল ছেড়েছেন।

মূলত ইনজুরির কারণে গতকালই বিপিএল ছেড়েছেন এই দুই ক্রিকেটার। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির একটি সূত্র। কুমিল্লার বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ বিপাকেই রয়েছে দলটি। 

এদিকে, দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলারের বরিশালে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। তবে তিনি কবে নাগাদ আসবেন সেটিও অবশ্য নিশ্চিত করে জানা যায়নি। এর ভেতর মিলার দলটিতে যোগ না দিলে, বিদেশি ক্রিকেটারের কোটা পূরণেও বেগ পেতে পারে দলটি।

লিগ পর্বে ১১ ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে বরিশাল। এতে মোট ১২ পয়েন্ট নিয়ে তামিমের দলটি টেবিলের চারে রয়েছে। লিগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল। এই ম্যাচে জয় পেলে কোনো সমীকরণই বরিশালকে প্লে-অফ খেলতে আটকাতে পারবে না। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের দিকে। প্লে-অফে ওঠার দৌড়ে এনামুল হক বিজয়ের খুলনা তামিমদের বড় বাধা হতে পারে!

আসরে ১১ ম্যাচে পাঁচটিতে জয় পেয়েছে খুলনা টাইগার্স। ১০ পয়েন্ট নিয়ে বিজয়ের দলটি বরিশালের পরই রয়েছে। লিগ পর্বের শেষ দিনে কুমিল্লার কাছে বরিশাল যেন বড় ব্যবধানে হারে সেই কামনা করবে বিজয়-আফিফরা। এর পেছনে কারণও আছে। বরিশালের নেট রানরেট +.৪৩৪। আর বিজয়ের খুলনার নেট রানরেট -.৪০০। প্লে-অফে যেতে পয়েন্ট সমান করার পর রানরেটেও বরিশালকে টপকাতে হবে খুলনার। তবে সেটা বেশ কঠিনই বটে।

এসএইচ/এএইচএস