আইপিএলের সর্বকালের সেরা একাদশে যারা
বড় টুর্নামেন্ট শেষে সাধারণত সেরা একাদশ গঠন করতে দেখা যায়। তবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ১৬ আসর শেষ হলেও আইপিএল কর্তৃপক্ষ সেভাবে কোনো একাদশ ঘোষণার পথে হাঁটেনি। এবার অপ্রাতিষ্ঠানিকভাবে আইপিএলের সর্বকালের সেরা একাদশ দিয়েছে ভারতীয় চ্যানেল ‘স্টার স্পোর্টস’। যেখানে ভোটাভুটিতে সাবেক ক্রিকেটার ও ৭০ সাংবাদিক অংশ নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আজ (২০ ফেব্রুয়ারি) প্রথম আইপিএল নিলামের ১৬ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষ্যকে স্মরণীয় করে রাখতে আইপিএল সম্প্রচারকারী চ্যানেল ‘স্টার স্পোর্টস’ সর্বকালের এই সেরা একাদশ নির্বাচন করেছে। যেখানে নির্বাচন প্যানেলে ছিলেন ওয়াসিম আকরাম, ম্যাথু হেইডেন, টম মুডি ও ডেল স্টেইনের মতো কিংবদন্তি ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
আইপিএল-সেরা একাদশের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার আগ্রাসী ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ভারতীয় তারকা বিরাট কোহলিকে বেছে নেওয়া হয়েছে। যেখানে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলকে দেওয়া হয়েছে ব্যাটিং অর্ডারের তিন নম্বর। এরপর মিডল অর্ডারে সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, সূর্যকুমার যাদব এবং মহেন্দ্র সিং ধোনিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। টেল-এন্ডারে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং কাইরন পোলার্ড।
— Star Sports (@StarSportsIndia) February 20, 2024
১৫ সদস্যের দলে রাখা হয়েছে তিন অলরাউন্ডারকে। রশিদ খান, সুনীল নারিন এবং যুজবেন্দ্র চাহালকে স্পিন বোলার হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়া লাসিথ মালিঙ্গা এবং জসপ্রীত বুমরাহ দলের দুই ফাস্ট বোলার। ২০০৮ সাল থেকে চালু হওয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ আইপিএলের এবার ১৭তম আসর শুরু হবে। তার আগে সর্বকালের সেরা একাদশ গঠনের এই আয়োজন করা হয়।
একাদশের নেতৃত্বে ধোনিকে রাখা হলেও, তাকে কোচ হিসেবেও দেখা যেতে পারে বলে মন্তব্য কারও কারও। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন বলেছেন, ‘অধিনায়কের জন্য ধোনির নাম নিয়ে একমত হওয়া নিশ্চিত ছিল। প্রতিটি শিরোপা জিতেছেন তিনি। বিশ্বকাপ, আইপিএল ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার স্বাভাবিক নেতৃত্বের গুণাবলী রয়েছে এবং তিনি মাঠে এবং মাঠের বাইরেও দুর্দান্তভাবে সবকিছু পরিচালনা করেছেন।’
আরও পড়ুন
অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার এবং কোচ টম মুডি ধোনির অসাধারণ কৃতিত্ব নিয়ে বলেন, ‘ধোনি শুধু একটি ভালো দল নয়, একটি গড়পড়তা দল নিয়েও শিরোপা জিতেছেন। এটি তার অধিনায়কত্বের গুণাবলী সম্পর্কে বুঝিয়ে দেয়। রোহিত শর্মাও একজন ভালো অধিনায়ক, তবে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সবসময় দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’ ধোনি কোচও হতে পারেন বলে মনে করে আরেক অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন।
এএইচএস