শেষ মুহূর্তে বিপিএলের সূচিতে এসেছে পরিবর্তন। শবে বরাতের কারণে বিপিএলের প্লে-অফের ম্যাচগুলোর তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচিতে থাকছে রিজার্ভ ডে।

বিপিএলের এবারের আসরের প্লে-অফের ম্যাচগুলো হওয়ার কথা ছিল ২৫ ও ২৭ ফেব্রুয়ারি। ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলাদেশে পালিত হবে পবিত্র শবে বরাত। ওইদিনের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

২৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। একদিন পিছিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ফাইনাল যথারীতি অনুষ্ঠিত হবে ১ মার্চ। এর আগে জাতীয় নির্বাচনের জন্য সূচিতে পরিবর্তন এনে ১৯ জানুয়ারি শুরু হয়েছিল এবারের বিপিএল।

বিপিএলের ১০ম আসরে এরই মাঝে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্লে-অফ খেলাও প্রায় নিশ্চিত। শেষের দুই পজিশনের জন্য লড়াই করছে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা। বিদায় নিশ্চিত হয়েছে দুর্দান্ত ঢাকা ও সিলেট সিক্সার্সের।

এইচজেএস