রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিলেন তামিম ইকবাল। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। এই ওপেনারকে বাড়তে দেননি সাকিব আল হাসান। ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবার আক্রমণে এসে প্রথম বলেই তামিমকে সাজঘরে পাঠিয়েছেন সাকিব।

সাজঘরে ফেরার আগে তামিমের ব্যাট থেকে ৩ চার ও ২ ছক্কায় এসেছে ২০ বলে ৩৩ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন ১৬৫ স্ট্রাইকরেটে।

চট্টগ্রামের মাটিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন তামিম। শুরু থেকেই এদিন রংপুরের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন বরিশালের অধিনায়ক। পরে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বল তুলে দেন সাকিবের হাতে। বল করতে এসে প্রথম বলেই তামিমকে সাজঘরের পথ দেখান সাকিব।

সাকিবের করা সেই বল তামিম বুঝে ওঠার আগেই ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে যায়। আউট হয়ে ফেরার সময় বেশ আক্ষেপ করতে দেখা গেছে তামিমকে। নিজের হাতে থাকা ব্যাট দিয়ে আঘাত করেন নিজের পায়ের প্যাডে।

এসএইচ/এইচজেএস