চলমান বিপিএলে ফরচুন বরিশালেন হয়ে খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন। যদিও আসর শুরুর প্রথম ৬ ম্যাচে মাঠে নামতে পারেননি এই অলরাউন্ডার। মূলত পিঠের চোটের কারণে তিনি দলের সঙ্গেও ছিলেন না। পরবর্তীতে দলে যোগ দিয়েই ব্যাট হাতে ৩ ম্যাচে ৫৩ রানের পাশাপাশি বল হাতেও ৭ উইকেটের দেখা পেয়েছেন সাইফ। যদিও এক ম্যাচে তিনি ব্যাটিংয়ে নামেননি। তবে এমন পারফরম্যান্সেও সন্তুষ্ট নন এই অলরাউন্ডার।

আজ (শুক্রবার) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাটিংয়ে ভালো করার কারণ উল্লেখ করে সাইফউদ্দিন বলেন, ‘সত্যি বলতে বিগত কয়েকমাস ধরে ব্যাটিং নিয়ে যথেষ্ট পরিমাণে কাজ করেছি। মাস্কোতে গিয়ে সালাহউদ্দিন স্যারের সঙ্গে কাজ করেছি, মিরপুরে যখন ছিলাম কোচ বাবুল স্যারের সঙ্গে কাজ করেছি, মেশিনে ব্যাটিং করেছি। হয়তোবা ওইটার একটা কারণ হতে পারে।’

এক-দুই ম্যাচ ভালো করে খুশি হতে চান না সাইফউদ্দিন, ‘আমি চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার। যেহেতু বোলিং করা নিষেধ ছিল তাই ব্যাটিং নিয়ে কাজ করেছি। আসলে অনেক কিছু প্রমাণ করার বাকি আছে। একটা দুইটা ম্যাচ দেখে খুশি হওয়ার কোনো কারণ নাই। আরও যদি সুযোগ পাই আরও বড় দলের সঙ্গে যদি ব্যাট করতে পারি, তখন বুঝব কতটা উন্নতি হয়েছে।’

শ্রীলঙ্কা সিরিজে সাইফউদ্দিন দলে নেই, তবে ভবিষ্যতে আসতে চান নির্বাচকদের নজরে, ‘কিছুদিন আগে আমি ইনজুরি থেকে ফিরেছি। তাই হয়তো শ্রীলঙ্কা সিরিজের পরিকল্পনায় রাখেনি। তবে আমি আশাবাদী যদি আরও ভালো খেলি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজ মিস হয়েছে, সামনে বিশ্বকাপের আগে যে সিরিজ থাকবে সেখানে হয়তো আমাকে বিবেচনা করবে। সেই লক্ষ্যে আমি আমার সেরাটা দিয়ে অনুশীলন করার চেষ্টা করব, নির্বাচকদের নজরে আসার চেষ্টা করব।’

উল্লেখ্য, সাইফউদ্দিনের দল বরিশাল বিপিএলের সেমিফাইনালে ওঠার দৌড়ে বর্তমানে তিনে আছে। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৫ জয় নিয়ে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। খুলনা টাইগার্স এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে চারে আছে।

এসএইচ/এএইচএস