গত সোমবার বাংলাদেশ জাতীয় দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। যেখানে নাজমুল হোসেন শান্ত নতুন করে টাইগারদের তিন ফরম্যাটে নেতৃত্বভার পেয়েছেন। নতুন এই অধিনায়ককে নিয়ে কথা বলেছেন বিপিএলে শান্তর দল সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকবাল।

আজ (শুক্রবার) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন, ‘অধিনায়ক শান্ত’র সঙ্গে সর্বশেষ সিরিজে নিউজিল্যান্ডে কাজ করেছি আমি। ব্যক্তি হিসেবে সে খুবই শান্ত ও স্থির, এটা আমি আগেও বলেছি। তার সঙ্গে কাজ আমি উপভোগ করেছি, তার নেতৃত্বগুণ রয়েছে, সেটি সে দেখিয়ে দিয়েছে।’

তবে নাফিস মনে করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট সময় পাচ্ছেন না শান্ত, ‘চার মাস শান্তর জন্য বেশি সময় না। তবুও ও দায়িত্ব পেয়েছে, তাকে সমর্থন করতে হবে। সে দেখিয়েছে সে একজন গ্রেট লিডার, ও কিন্তু আগে এই দলে কাজ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যোগ্যতা আছে বলেই তাকে অধিনায়কত্ব দিয়েছে। কিন্তু সামনে যে বিশ্বকাপটা রয়েছে সেটা চ্যালেঞ্জিং।’

আরও আগে নতুন অধিনায়ক করা হলে, দল ও ক্রিকেটার উভয়পক্ষই লাভবান হতে পারত বলে ধারণা নাফিসের, ‘আমি অজুহাত দিতে চাচ্ছি না, কিন্তু তার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সে বের করে নেবে। কোনো ক্যাপ্টেন যদি একটা স্যাটেল টিম পায়, তার জন্য পরিকল্পনা করাটা সহজ হয়। আমার মনে হয় না চার মাস সঠিক সময়। তবুও তার ওপর কোনো প্রেশার না দিয়ে তাকে সাপোর্ট করা উচিৎ।’

সর্বশেষ ভারত বিশ্বকাপের আগেই সাকিব আল হাসান জানিয়েছিলেন যে, টুর্নামেন্টটি শেষ হলে তিনি আর টাইগারদের নেতৃত্বে থাকতে চান না। ফলে বাংলাদেশের দলপতি হিসেবে নতুন কাউকে দেখা যাওয়ার বিষয়টি অনুমেয়ই ছিল। সেই দৌড়ে শান্তর সঙ্গে ছিলেন তার দুই সতীর্থ লিটন দাস ও মেহেদী হাসান মিরাজও। তবে শেষ পর্যন্ত বাঁ-হাতি ওপেনারকে বেছে নিয়েছে বিসিবি। পূর্ণ অধিনায়ক হিসেবে শান্ত’র প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। ঘরের মাঠে আগামী ৪ মার্চ থেকে দুই ফরম্যাটের সিরিজটি শুরু হবে। যেখানে দু’দল খেলবে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ।

উল্লেখ্য, আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে বিশ্বকাপের, যেখানে উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কানাডা। এছাড়া বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৭ জুন, ডালাসের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সবমিলিয়ে ৯টি (যুক্তরাষ্ট্রের তিনটি এবং উইন্ডিজ মাটিতে ছয়টি) ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ আসর। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।

এসএইচ/এএইচএস