দেশি ক্রিকেট কোচদের তালিকা করতে গেলে সেরাদের তালিকায় থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই কোচ লম্বা সময় ধরেই আছেন তরুণ ক্রিকেটারদের সঙ্গে। এমনকি সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালদের কাছেও সালাউদ্দিনের পরিচয় স্যার হিসেবে। সেই সালাউদ্দিনের হাতেই এবার আছে দেশি ক্রিকেটের আরেক উদীয়মান তারকা। 

চলমান বিপিএলে ব্যাট হাতে দলের জন্য বেশ বড় ভূমিকা রাখছেন জাকের আলি অনিক। তবে তাকে নিয়ে তেমন কোনো হইচই নেই। ব্যাট হাতে ভূমিকা রাখলেও তাকে নিয়ে আলাপ কমে যায় তারকাদের ভিড়ে। এছাড়া একবার জাতীয় দলে ডাক পেয়েও হয়নি খেলা। সাংবাদিক আর নির্বাচকদের এমন আচরণে কিছুটা অসন্তুষ্ট সালাউদ্দিন। এমনকি জাকের আলী কালো বলে ভুলে যায় সবাই এমন মন্তব্য করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

গতকাল সংবাদ সম্মেলনে দলের এই খেলোয়াড়কে নিয়ে বলতে গিয়ে যেন কিছুটা আক্ষেপই ঝরলো কুমিল্লার কোচের, ‘শুধু হৃদয়ের কথা বলবো না, জাকেরের কথাটা সবসময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞেস করেন না। ছেলেটার হয়ত চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয়, বোর্ডও তাকে দেখে না ঠিকমতো।'

জাতীয় দলে লোয়ার মিডল অর্ডারে জাকেরের ওপর আস্থা রাখার হালকা আহ্বানও শোনা গেল তার মুখ থেকে, ‘আপনারা ছয় নম্বর, সাত নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলছে। তার স্ট্রাইক রেট যদি দেখেন, আর সে প্রতিটা দিনই আমাদের ক্রুশাল মোমেন্টে রানটা করে দিচ্ছে এবং সে অনেক সেন্সিবল।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা নিয়েও প্রশ্ন তুলে সালাউদ্দিন বলেন, ‘আমি গতকাল বাংলাদেশ টিম দেখলাম। আপনি ৫ টা ওপেনার রাখছেন, মিডল অর্ডারে ২ টা ব্যাটসম্যান মনে হয়। একটা সুবিধা আছে হয়ত, সবসময় বাংলাদেশ ওপেনিংই করবে, ১৬-১৭ ওভার পর্যন্ত ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে। তবে রাইট জায়গায় রাইট প্লেয়ার পিক করাটা খুব জরুরি।'

এসএইচ