চলতি বিপিএলের আগেও ছিলেন আড়ালে, একেবারে অন্তরালে বলা চলে! এবারের আসরে খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। প্রথমে দলটির নেট বোলার হিসেবে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পছন্দে সুযোগ পান মূল একাদশে। দলে সুযোগ পেয়েই চমক দেখিয়েছেন কুমিল্লার এই ক্রিকেটার। চলমান দশম আসরে নিজের দ্বিতীয় ম্যাচেই তিনি ৪ উইকেট শিকার করেছেন।

পরবর্তী ম্যাচগুলোতে বল হাতে উইকেটের পাশাপাশি ঘূর্ণি দেখিয়েছেন আলিস। যা সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলেও ডাক পেয়ে গেলেন ২৭ বছর বয়সী এই স্পিনার। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য আজ (মঙ্গলবার) দুই ফরম্যাটে বাংলাদেশের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে টি-টোয়েন্টি দলে রয়েছে আলিসের নাম।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার। বর্তমানে চট্টগ্রাম পর্বের খেলায় তিনি তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লার সঙ্গে সেখানেই আছেন। দলে ডাক পাওয়ার খবরে অবশ্য বেশ অবাকই হয়েছেন আলিস। যেন আকাশ থেকেই যেন পড়লেন। ঢাকা পোস্টকে সবার প্রথমেই জানিয়েছেন নিজের সেই অনুভূতি, ‘আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বড় একটি সুযোগ। চেষ্টা থাকবে দলের জন্য কনট্রিবিউট করা।’

প্রথমবারের মতো জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করবেন, এ নিয়ে চাপা উচ্ছ্বাস আলিসের মনে, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। যখন ড্রেসিংরুমে যাইতে পারব তখন আসলে বলতে পারব। তবে ভালো তো লাগছে।’

ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে নেই সাকিব আল হাসান। তবে ফিরেছেন তাইজুল ইসলাম, নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আলিস।

এর আগে ২০১৭ বিপিএলে সুযোগ পেয়ে ঢাকার তৎকালীন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটসের হয়ে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করেছিলেন আলিস। পরে বোলিং অ্যাকশনের জন্য বিতর্কিত হয়ে দল থেকে বাদ পড়েন। এরপর সেই বাধার দেয়াল উঠলেও ইনজুরির কারণে বাইরে ছিলেন আলিস।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।

এসএইচ/এএইচএস