রাতে পৌঁছে দিনে খেলতে নেমেই মঈন আলির হ্যাটট্রিক
ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলটা ওয়াইড দিয়েছিলেন মঈন আলি। পরের তিন বলে তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন ইংলিশ এই তারকা অলরাউন্ডার। চলতি বিপিএলে দ্বিতীয় এবং টুর্নামেন্টটির ইতিহাসে অষ্টম হ্যাটট্রিকের রেকর্ড এটি।
প্রথম বলে স্টাম্পিং হন শহিদুল ইসলাম। দ্বিতীয় বলে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন আল আমিন। সেঞ্চুরিয়ান উইল জ্যাকসের ধরা আল আমিনের এই ক্যাচ মঈন আলীর হ্যাটট্রিকের সম্ভাবনা জাগায়। বিলাল খান বোল্ড হলে সেটি সত্য হয়।
বিজ্ঞাপন
Moeen Ali's Spectacular Hat-Trick Secures the Ultimate Triumph! #ComillaVictorians #BPLT20 #WinorWin
Posted by Comilla Victorians on Tuesday, February 13, 2024
গতকাল রাতেই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়া ইংলিশ এই অলরাউন্ডার দুপুরে মাঠে নেমে ব্যাট হাতে তুলে নিয়েছিলেন ঝোড়ো ফিফটি। কুমিল্লার রেকর্ড রানের দিনে ২ চার ও ৫ ছক্কার মারে ২৪ বলে ৫৩ রান করেন। পরে বল হাতে পেলেন হ্যাটট্রিক! মঈনের পাশাপাশি প্রথম খেলতে নামা লেগ স্পিনার রিশাদ হোসেনও দেখালেন ঘূর্ণি জাদু। তাতেই চাপা পড়ল চট্টগ্রাম। ৭৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়লো লিটন দাসের দল।
বন্দরনগরী চট্টগ্রামে বিপিএল উৎসবের প্রথম ম্যাচেই বড় স্কোর দেখা গেল। আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। যা বিপিএল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।
এর আগে ২০১৯ সালের বিপিএলে রংপুর রাইডার্সও ২৩৯ রান করেছিল। ভিক্টোরিয়ান্সদের হয়ে ৫৩ বলে ১০ ছক্কা ও ৫ চারের মারে অপরাজিত ১০৭ রান করেছেন উইল জ্যাক। ঝোড়ো ফিফটি তুলে নেন লিটন (৬০) ও মঈন আলী (৫৩)।
জবাবে চট্টগ্রামও ভালো শুরু পায়। যদিও মঈন আলি ও রিশাদের ঘূর্ণিতে ১৬৬ রানের বেশি করতে পারেনি তারা। দুজনই নিয়েছেন সমান ৪টি করে উইকেট। এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার হয়ে হ্যাটট্রিক করেছিলেন টাইগার পেসার শরিফুল ইসলাম।
এফআই