ভারত বিশ্বকাপ শেষেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন শ্রীনিবাস চন্দ্রশেখর। এর আগে ছয় বছর দলটির অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। বিসিবির সঙ্গে তার আর কোনো সম্পর্ক না থাকলেও এবার আবারও বাংলাদেশে আসছেন শ্রীনিবাস।

মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সে ভিডিও অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন তিনি। চলতি আসরের শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজ করছেন এই ভারতীয়। তবে এতদিন ভার্চুয়ালি কাজ করেছেন।

আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসবেন শ্রীনিবাস। এদিনই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন এই ভারতীয় অ্যানালিস্ট। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুরের রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক।

তিনি বলেন, 'শ্রীনিবাস বিদেশে বসে আমাদের সঙ্গে কাজ করছে। সেও দারুণ কাজ করছে। সে ১২ তারিখ বাংলাদেশে আসবে এবং আমাদের সঙ্গে যোগ দেবে। পুরো ইউনিট নিয়েই আমি বেশ খুশি।'

এবারের বিপিএলে এখনও পর্যন্ত দারুণ পারফর্ম করেছে রংপুর। ৮ ম্যাচ খেলে ২ হারের বিপরীতে ৬ ম্যাচে জয় পেয়েছে রংপুর। ১২ পয়েন্ট নিয়ে রাইডার্সরা পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।

এইচজেএস