চলমান বিপিএলে বেশ ভালো শুরু করেছে রংপুর রাইডার্স। ৭ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। রংপুরের উড়ন্ত ফর্মের পেছনে দলটির বিদেশি ক্রিকেটারদের অবদান অনেক। বাবর আজম, আজমতউল্লাহ ওমরজাইরা ছিলেন দারুণ ফর্মে। তবে বিপিএল শেষ না করেই ঢাকা ছেড়েছেন তারা। 

যে কারণে বিদেশি ক্রিকেটারদের সংকটে পড়েছে রংপুর। তবে নতুন করে দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটারকে দলে টেনেছে সাকিব আল হাসানের দল। প্রোটিয়া ওপেনার রেজা হেন্ডরিক্স এবং স্পিনার ইমরান তাহিরকে দলে টেনেছে তারা। ইতোমধ্যে বিপিএল খেলতে আজই তারা রংপুর শিবিরে যোগ দিয়েছেন।

এর আগে রংপুরের হয়ে খেলতে এসেছিলেন মোহাম্মদ নবি, ব্র্যান্ডন কিংও। তবে জাতীয় দলের দায়িত্ব পালন করতে বিপিএল ছেড়েছেন তারা। রংপুরের হয়ে অবশ্য রাসি ফন ডার ডুসেনেরও আসার কথা ছিল। তবে ইনজুরির কারণে এবারের আসরে আর তার খেলা হচ্ছে না।

একটু পরই বিপিএলে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামছে রংপুর। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

এসএইচ/