মাঠে ফিরেই আবেগী বার্তা দিলেন সাইফউদ্দিন
পিঠের ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গেল বছরের মে মাসে জাতীয় লিগে সবশেষ খেলেছিলেন। প্রায় ৯ মাস পর গতকাল বিপিএল দিয়ে মাঠে ফিরলেন। ফরচুন বরিশালের জার্সিতে মাঠে ফেরাটা অবশ্য মন্দ হয়নি। তার দল শেষ পর্যন্ত জিততে না পারলেও ব্যাট-বলে স্বরূপে ফেরার বার্তাই দিয়েছেন সাইফউদ্দিন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচটিতে ৪ ওভারে ২৪ রানে দিয়ে ১ উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন। পরে ব্যাট করতে দুই ছক্কা ও দুই চারের মারে ১৮ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন টাইগার এই অলরাউন্ডার। যদিও তার দল ফরচুন বরিশাল ম্যাচটি ১৬ রানে হেরে গেছে। চট্টগ্রামের দেওয়া ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৯ রান তুলেছিল তামিম ইকবালরা।
বিজ্ঞাপন
দীর্ঘ নয় মাস পর মাঠে নেমে নিজের সেরাটা দেয়ার চেষ্টা। ধন্যবাদ যারা খারাপ সময়ে পাশে ছিলেন দোয়া করবেন সবাই #অ্যাডমিনপোস্ট
Posted by Mohammad Saifuddin on Tuesday, February 6, 2024
মাঠে ফেরার পর নিজের ফেসবুক পেজে বার্তাও দিলেন সাইফউদ্দিন। তিনি লিখেছেন, ‘দীর্ঘ নয় মাস পর মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা। ধন্যবাদ যারা খারাপ সময়ে পাশে ছিলেন দোয়া করবেন সবাই।’
প্রায় বছর দেরেক ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাইফউদ্দিন। সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের অক্টোবরে। কিছুদিন পরপরই মাথাচাড়া দেয় তার ব্যাক পেইন (পিঠে ব্যথা)। গত বছর কাতারে অস্ত্রোপচারও করিয়েছিলেন। চলতি বিপিএল দিয়েই মাঠে ফেরার কথা ছিল তার। টুর্নামেন্টের শুরু থেকেই বরিশাল শিবিরেও ছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের সবুজ সংকেত না পাওয়ায় খেলতে পারেননি।
বিপিএলের প্রথম পর্বে তো টিম হোটেলই ছেড়ে দিতে হয়েছিল তাকে! অবশ্য তখন মেডিক্যাল বিভাগ জানিয়েছিল, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে খেলতে পারেন সাইফউদ্দিন। ছাড়পত্র পেয়ে ঠিক সময়েই ফিরেছেন মাঠে। মাঠে ফেরা সাইফউদ্দিনের এবার জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াই।
এফআই