অনেকটা ছাইচাপা আগুনকে নতুন করে উসকে দিলেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা নিয়ে কম আলোচনা হয়নি ক্রিকেট দুনিয়াতে। বেশ আলোচনার জন্ম দিয়ে গুজরাট টাইটান্স থেকে নিয়ে আসা হয়েছিল হার্দিককে। আর এরপরেই তাকে দেওয়া হয় অধিনায়কের দায়িত্ব। 

সেসময় ব্যাপক সমালোচনার জন্ম দেয় মুম্বাই ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্ত। এরপর বিভিন্ন তর্কাতর্কি হলেও আপাতত সেসব চাপা পড়েছে জাতীয় দলের ব্যস্ত সূচির আড়ালে। বিশ্বকাপে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন পান্ডিয়া। সেখান থেকে তার সেরে ওঠা হয়নি। আর রোহিত শর্মা জাতীয় দলে ফিরেছেন টেস্ট ফরম্যাট দিয়ে।

 

এরইমাঝে গতকাল ফের এই প্রসঙ্গ টানলেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার। ভারতীয় দলের নেতাকে সরিয়ে কেন হার্দিককে অধিনায়ক করা হল, এত দিন পর জানালেন সাবেক এই উইকেটরক্ষক। আসন্ন আইপিএলে হার্দিককে অধিনায়ক করার প্রসঙ্গে বাউচারের মন্তব্য, এটা একেবারেই ক্রিকেটীয় সিদ্ধান্ত। আর এই বিষয়ে যৌক্তিক ব্যাখ্যাও দিয়েছেন তিনি। 

বাউচারের ভাষ্য, ‘আমরা হার্দিককে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এটা আমার কাছে একটা পরিবর্তনের সময়। কিন্তু ভারতে এটা সকলে বোঝে না। এখানে একটা আবেগ কাজ করে। আমি চেষ্টা করব রোহিতের থেকে ব্যাটার হিসাবে সেরাটা বের করে আনতে। রোহিত ওর ব্যাটিংটা উপভোগ করুক।’ 

আইপিএলে ক্রিকেট ছাড়াও আরও অন্যান্য বাণিজ্যিক কাজের জন্য ব্যস্ততা থাকে। রোহিতকে সেসব থেকে মুক্তি দিতে চান বলেও উল্লেখ করেছেন তিনি, ‘আইপিএলে শুধু ক্রিকেট নয়, আরও কিছু থাকে। ওখানে ফটোশ্যুট হয়। আরও অনেক কিছু হয় যেগুলোর সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। ওগুলো বিজ্ঞাপনের জন্য প্রয়োজন। সেখানে অধিনায়ককে থাকতে হয়।’
 
রোহিত সম্পর্কে বাউচার বলেন, ‘রোহিত খুব ভাল মানুষ। ও অনেক দিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছে। সাফল্যও পেয়েছে। এখন ভারতকেও নেতৃত্ব দিচ্ছে। তাই ও যেখানেই যায় ক্যামেরা ওর পিছন পিছন ঘোরে। সেই সব সামলাতে ব্যস্ত থাকতে হয় ওকে। যার জন্য ব্যাট হাতে এখন সে ভাবে সাফল্য পাচ্ছে না রোহিত। কিন্তু অধিনায়ক হিসাবে দুর্দান্ত।’  

রোহিতকে মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ সদস্য বলতেও দ্বিধা নেই প্রোটিয়া কোচের। সেইসঙ্গে প্রত্যাশা, নেতৃত্বের চাপ চলে যাওয়ায় আইপিএলে ব্যাট হাতে সেই পুরনো রোহিতকে দেখতে পাবে মুম্বাই। 

জেএ