ইংল্যান্ডের কাছে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে হারের পর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন ধাপ অবনমন হয়ে পাঁচে নেমে গিয়েছিল ভারত। আজ বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৬ রানের জয়ে আবারও নিজেদের জায়গা পুনরুদ্ধার করল রোহিত শর্মারা। এদিকে, চার থেকে একধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে বাংলাদেশ। 

বিশাখাপত্তম টেস্টের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ৬টি টেস্ট খেলে তিনটি জিতেছে তারা। দু’টি হেরেছেন রোহিতরা। ড্র হয়েছে একটি টেস্ট। ভারতের পয়েন্ট ৩৮। পয়েন্টের শতাংশ ৫২.৭৭।

ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় টেস্টে হারলেও এখনও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১০টি টেস্টের মধ্যে ৬টি জিতেছেন তারা। তিনটি ম্যাচ হেরেছেন। আর একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.০০।

তিন, চার ও পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ—তিন দলেরই সমান ৫০ শতাংশ করে পয়েন্ট। ছয় নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬.৬৬। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। ব্রিসবেনে ঐতিহাসিক জয়ের পর তালিকায় সাত নম্বরে উঠে এসেছে তারা। তাদের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। আট নম্বরে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ভারতের কাছে হারলেও অবস্থান বদলায়নি তাদের। তবে পয়েন্টের শতাংশ কমেছে। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ এখন ২৫.০০। 

মূলত পয়েন্টের শতাংশের ওপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়। সব দল সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পায় না বলে পয়েন্টের বদলে পয়েন্ট শতাংশের দিকেই আস্থা রাখছে আইসিসি। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ (২০২৩-২৪)

দল ম্যাচ পয়েন্ট শতকরা পয়েন্ট
অস্ট্রেলিয়া ১০ ৬৬ ৫৫.০০
ভারত ০৬ ৩৮ ৫২.৭৭
দক্ষিণ আফ্রিকা ০২ ১২ ৫০.০০
নিউজিল্যান্ড ০২ ১২ ৫০.০০
বাংলাদেশ ০২ ১২ ৫০.০০
পাকিস্তান ০৫ ২২ ৩৬.৬৬
ওয়েস্ট ইন্ডিজ ০৪ ১৬ ৩৩.৩৩
ইংল্যান্ড ০৭ ২১ ২৫.০০
শ্রীলঙ্কা ০২ ০২ ০.০০

*০৫ ফেব্রুয়ারি ২৪ পর্যন্ত

এফআই