যে কারণে মাহমুদউল্লাহর জন্য কষ্ট হয় সুজনের
সর্বশেষ বিশ্বকাপের পর বিপিএলের দশম আসরেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকেই যে ক্রিকেটারের শেষ দেখে ফেলেছিলেন, সেই অভিজ্ঞ অলরাউন্ডার এখন কড়া নাড়ছেন টি-টোয়েন্টির দরজায়। এদিকে, সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তো বলেই দিলেন– মাহমুদউল্লাহ’র ব্যাটিং তরুণদের জন্য অনুপ্রেরণার। একইসঙ্গে তার জন্য কষ্ট হয় বলেও জানিয়েছেন সুজন।
আজ (বৃহস্পতিবার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘(বিপিএল) খারাপ হচ্ছে না। হয়তো আরও ভালো হতে পারে। প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টই হচ্ছে। আমি ভালোটাই দেখি। আমাদের ছেলেদের পারফরম্যান্সটা…শেষ ম্যাচে মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করল, সেটা অনেকের জন্য অনুপ্রেরণা জোগাবে, বিশেষ করে তরুণদের জন্য। ডেথে গিয়ে এরকম ব্যাটিং করা, ফ্রি ব্যাটিং করা দারুণ।’
বিজ্ঞাপন
বর্তমানে ৩৭ বয়সী মাহমুদউল্লাহকে চ্যালেঞ্জ করারও কেউ নেই বলে মন্তব্য সুজনের, ‘তার যে অভিজ্ঞতা, যে ছন্দে আছে, আমার মনে হয় ওর জায়গায় চ্যালেঞ্জ করার মতো কোনো প্লেয়ার নেই। অবশ্যই রিয়াদ টি-টোয়েন্টি দলের বিবেচনায় আসতে পারে।’
তবে টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ অবসর নেওয়ায় সুজনের মনে কষ্ট, ‘আমি তো সব সময়ই বলি, মাহমুদউল্লাহ তিন সংস্করণেই খেলার মতো যোগ্য খেলোয়াড়। আমার খুব কষ্ট হয় যে মাহমুদউল্লাহ টেস্ট খেলে না। সে যে অবসর নিয়েছে, সেটা আমি কোনোভাবেই এখনও মানতে পারি না। আমি এখনও মনে করি, ওর টেস্ট খেলার মতো সামর্থ্য আছে। বাংলাদেশে এমন একজন অভিজ্ঞ খেলোয়াড় অনেক দরকার।’
আরও পড়ুন
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে হুট করে অবসর ঘোষণা করেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। ওই ম্যাচটিতে তিনি খেলেন ১৫০ রানের অপরাজিত ইনিংস। এর আগে টেস্ট ফরম্যাটে সেভাবে সুযোগ না পাওয়ায় অনেকটা ক্ষোভের বশেই রিয়াদ আচমকা এই অবসর নেন।
এসএইচ/এএইচএস