চলমান বিপিএলে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরে ৫ ম্যাচ খেলে জয় পেয়েছে ৪টিতেই। আর জয়ের পেছনেই অনেকেই দাবি করছেন প্রধান কোচ তুষার ইমরানের অবদানের কথা। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই রান সংগ্রাহক দায়িত্ব নিয়েছেন বন্দরনগরী দলটির। দায়িত্ব নিয়েই বদলে দিয়েছেন চট্টগ্রামকে।

গত মৌসুমে তুষারের জাদু দেখা গিয়েছিল সিলেট স্ট্রাইকার্সে। তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্তদের বদলে দিয়েছিলেন তিনি। এবার একই কাজ করছেন তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসাইন দিপুদের নিয়ে। বিপরীতে ধুঁকছে সিলেটের ব্যাটিং লাইনআপ।  

তবে তুষার নিজে এসবের ক্রেডিট নিতে রাজি নন। গতকাল সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ভালো করলে আসলেই ভালো লাগে আর আমি কৃতিত্ব দেবো সব খেলোয়াড়কে। যে পরিকল্পনায় আমরা এগোচ্ছি সেই পরিকল্পনাটা মাঠে বাস্তবায়ন করছে কিন্তু খেলোয়াড়রা। এখন পর্যন্ত চারটি জিতেছি, একটি হেরেছি আমি খুশি। সামনে আরও অনেকগুলো ম্যাচ আছে কিন্তু আমি এক এক করে এগোতে চাচ্ছি।'

সাথে স্থানীয় ক্রিকেটারদের পারফর্ম করার কথা মনে করিয়ে দিলেন তুষার, ‘তামিম, দিপু যারা স্থানীয় ক্রিকেটার আছে তারা যদি পারফর্ম না করে তাহলে ফলাফল করা খুব কঠিন। আমি খুশি যে স্থানীয় ‍ক্রিকেটাররাও সাথে পারফর্ম করছে।’ 

তবে ওপেনার তামিমের দিকেই যেন বাড়তি নজর তুষারের, ‘আরও পারফর্ম করা উচিত বিশেষ করে তামিমকে। ও যদি ওর জায়গাটা বুঝে এবং ওই অনুযায়ী ব্যাটিং করে তাহলে আমি মনে করি দিপু, তামিম আরও বড় ক্রিকেটার হবে। এই দলে তাদের কাছ থেকে আরও ভালো কিছু পাবো।’

এসএইচ/জেএ