ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর টেস্টে ২৮ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করেছে ভারত। হায়দরাবাদে নিজেদের পাতা স্পিনিং উইকেটের ফাঁদেই আটকেছে ভারত নিজেই। টম হার্টলির সাত উইকেট আর ওলি পোপের ১৯৬ রানের সুবাদে প্রথম টেস্টে দারুণ জয় পেয়েছে ইংলিশরা। ভারতের হারের পর আইসিসির তিরস্কারও জুটল জাসপ্রীত বুমরাহর। 

মাঠের মধ্যে ওলি পোপকে অনুচিত ধাক্কা দেওয়ায় বুমরাহর নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। সেই সঙ্গে সতর্কও করে দেওয়া হয়েছে। আইসিসির কোড অব কনডাক্ট অনুযায়ী, লেভেল-১ এর অপরাধ করেছেন বুমরাহ। ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ হওয়ায় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। একজন খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্টে পেলে তা নিষেধাজ্ঞায় রূপান্তরিত হয় এবং খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়।

টেস্টের চতুর্থ দিনে গতকাল (রোববার) ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন এই ঘটনা ঘটে। ৮১তম ওভারে বল করছিলেন বুমরাহ। সেই সময় একটি বলে রান নেওয়ার চেষ্টা করেন পোপ। বুমরাহ তার দৌড়নোর পথে চলে আসেন। ফলে পোপের সঙ্গে ধাক্কা লাগে তার। সঙ্গে সঙ্গেই বিরক্তি প্রকাশ করেছিলেন পোপ।

পরিষ্কার বোঝা গিয়েছিল, ইচ্ছাকৃতভাবে বুমরাহ আসলে ওলি পোপের রান নেওয়া আটকাতে চাইছিলেন। আইসিসি উল্লেখ করেছে, বুমরাহ শারীরিকভাবে বাধা দিয়েছেন পোপকে। তাই এই শাস্তি পেলেন ভারতীয় পেসার।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন এই ঘটনা ঘটে

আইসিসির কোড অব কনডাক্টের ধারা ২.১২ অনুযায়ী, কোনো ম্যাচ চলাকালীন ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে অনুপযুক্ত শারীরিক যোগাযোগ করা চলবে না। বুমরাহর বিরুদ্ধে মাঠের আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, থার্ড আম্পায়ার মারাইস ইরাসমাস ও চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত এই অভিযোগ তুলেছিলেন। লেভেল ১ এর নিয়ম লঙ্ঘনের জন্য ক্রিকেটারদের সতর্ক করা হয়। এই অভিযোগে অভিযুক্ত ক্রিকেটারের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়ে থাকে এবং এক বা দু’টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়ে থাকে।

বুমরাহকে বিষয়টি জানানো হলে তিনি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৬টি উইকেট নিয়েছিলেন বুমরাহ। ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হবে দ্বিতীয় টেস্ট। যেখানে সমতা ফেরানোর লক্ষ্যে নামবেন রোহিত শর্মারা।

এফআই