উইন্ডিজ ক্রিকেটারের মজার কাণ্ড, বার্তা পাঠালেন স্টাম্প মাইকে

ব্রিসবেনে রোমাঞ্চকর লড়াই চলছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের। চলমান দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে, যেখানে এখনও দু’দলের সামনে জয়ের সমান সুযোগ রয়েছে। এরই মাঝে তৃতীয় দিনে মজার এক কাণ্ড ঘটিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যান কাভেম হজ। স্টাম্প মাইকে তিনি টিভি আম্পায়ারের কাছে বার্তা পাঠান অনেকটা ফোনকলে কথা বলার মতো করে। পরবর্তীতে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। যা নিয়ে নেটিজেনরা হাস্যরসে মেতেছেন।

ঘটনাটি ঘটে গতকাল (শনিবার) ম্যাচের পানি বিরতির সময়। তখন এক মাঠকর্মী স্টাম্পের বেল পরিবর্তন করছিলেন। সতীর্থরা যখন পানি পানে ব্যস্ত, তখন হঠাৎ সেখানে মাঠকর্মীর দিকে এগিয়ে যান হজ। সেখানে গিয়ে ২৫ বছর এই ক্রিকেটার টিভি আম্পায়ারের উদ্দেশে কথা বলতে থাকেন। যা শুনে মাঠকর্মীও হাসি থামাতে পারেননি।

স্টাম্পের মাইকে হজ বলছিলেন, ‘টিভি আম্পায়ারকে বলছি, আমরা আপনার কাছে (স্টাম্পের) বেল পরিবর্তনের রিভিউ (আবেদন) করছি। আমাদের জন্য সেরা বেল দিন, যেটি দেখতে সুন্দর ও ভালো মনে হবে।’ মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা হজের এই আচরণে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।

এর আগে সিরিজে প্রথম টেস্টে ক্যারিবীয়দের ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। যদিও দ্বিতীয় টেস্টে সেভাবে একপেশে দাপট দেখাতে পারেনি কোনো দলই। ক্ষণে ক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ বদলেছে। সমান জোর দেখিয়েছে প্যাট কামিন্স ও ক্রেইগ ব্রাথওয়েটের দল। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৬০ রান সংগ্রহ করেছিল। জয় পেতে তাদের প্রয়োজন ছিল ১৫৬ রান, ক্যারিবীয়দের প্রয়োজন ৮ উইকেট।

তবে চতুর্থ দিনে আজ (রোববার) সেই পরিস্থিতি আরও পরিবর্তন হয়েছে। নতুন করে ৭৬ রান তুলতেই অস্ট্রেলিয়া আরও ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে সেই ধাক্কা ভালোই সামাল দিয়েছেন স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক। দুজনের জুটিতে আসে ৩৫ রান। তবে এরপরই স্টার্ক ফিরেছেন ২১ রানে। ক্রিজে ৭০ রানে অপরাজিত আছেন স্মিথ। শেষ খবর পাওয়া পর্যন্ত জয়ের জন্য অজিদের প্রয়োজন ৪৪ রান, ক্যারিবীয়দের দরকার ৩ উইকেট।

এএইচএস