এবার আশরাফুলের দিকে আঙুল তুললেন সাবেক সতীর্থ
ইটের জবাবে যেন পাটকেলের আঘাত পেলেন বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ফিক্সিং কাণ্ডে দেশের ক্রিকেট থেকে ব্রাত্য হয়ে যাওয়া আশরাফুল এখন থিতু হয়েছেন ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায়। চলমান বিপিএলে তিনি টিভির সামনে হাজির হচ্ছেন নিয়মিত। আর সেখানেই গতকাল প্রশ্ন তুললেন মাশরাফি বিন মুর্তজার বিপিএল খেলা নিয়ে।
মাশরাফিকে ক্রিকেটীয় যুক্তির বাইরে গিয়ে খেলানোয় ছোট করা হচ্ছে টুর্নামেন্টকেই, এমনটাই ধারণা আশরাফুলের। তিনি বলেন, 'কিন্তু এইভাবে এই টুর্নামেন্টে আসলে... সে কিন্তু খেলতে চাচ্ছিলো না, মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয় এই টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে।’
বিজ্ঞাপন
এর বিপরীতে মাশরাফি খুব সংক্ষেপে উত্তর দিলেও ছেড়ে কথা বলেননি এই দুজনেরই আরেক সতীর্থ সৈয়দ রাসেল। নতুন বলে মাশরাফির পার্টনার ছিলেন রাসেল। একটা বড় সময় দুজন মিলে সামলেছেন দেশের পেস বোলিং অ্যাটাক। নিজের এমন সময়ে সেই রাসেলকেই পাশে পাচ্ছেন ম্যাশ।
লাস্ট কয়েক বছর,প্রিমিয়ার লীগ বলেন আর বিপিএল বলেন,খেলার জন্য এহনও কোন কাজ নেই যেটা,আশরাফুল করে নাই,লাস্ট প্রিমিয়ার লীগ...
Posted by Syed Rasel on Tuesday, January 23, 2024
আরও পড়ুন
গতকাল রাতে এক স্ট্যাটাসে আশরাফুলকে নিজের শেষ সময়ের কথা মনে করিয়ে দিয়েছেন রাসেল, ‘লাস্ট কয়েক বছর প্রিমিয়ার লিগে বলেন আর বিপিএল বলেন, খেলার জন্য এহেন কোন কাজ নেই, যেটা আশরাফুল করে নাই। লাস্ট প্রিমিয়ার লিগে তো মোহামেডানে আশরাফুল কে ম্যাচ খেলানো হয়নি বলে মাঠ ছেড়ে বাড়ি চলে যাওয়ার ঘটনা ঘটিয়েছিল।’
শুধু এখানেই থামেননি তিনি, আশরাফুলের খেলার ধরণের দিকেও ইঙ্গিত করেছেন সাবেক এই পেসার, ‘নিজের রান করার জন্য টিম কে ডোবানোর রেকর্ড তো আশরাফুলের থেকে বেটার আর কেউ নেই বাংলাদেশ এ’।
শেষটা অবশ্য সতীর্থ আশরাফুলকেই বলেছেন রাসেল, ‘আরে ভাই তোর তো বোঝা উচিত টিম এর মালিক, যারা কিনা কোটি কোটি টাকা খরচ করছে বিপিএলে, তারাই চাইছে মাশরাফি খেলুক….So what’s your problem?’
সৈয়দ রাসেল বেশ কড়া জবাব দিলেও নিজের জায়গা থেকে সংক্ষিপ্ত উত্তরেই থেমেছেন ম্যাশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'সব জিনিস সব সময় ব্যাখ্যা করা যায় না। অবশ্যই আমি যেটা মনে করছি আদর্শ পরিস্থিতি না (খেলাটা)। আর কে খেললে কে ভালো হতো এটা দলের বিষয়। ওকে (রাজা) না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারত, সেটা ভিন্ন জিনিস। কে খেললে কে ভালো হতো এটা তো দল কারো সঙ্গে আলোচনায় বসবে না বা করবে না।
জেএ