নিউজিল্যান্ড সফর শেষ করে বিশ্রামের সুযোগ পাননি বাবর আজম। তাসমান পাড় থেকে সরাসরি ঢাকার ফ্লাইট ধরেছেন এই পাকিস্তানি ব্যাটার। আজ রাতেই রংপুর রাইডার্স শিবিরে যোগ দেবেন বাবর। রংপুরের পরবর্তী ম্যাচ থেকেই একাদশে দেখা যেতে পারে বাবরকে, এমনটাই জানিয়েছেন সোহেল ইসলাম।

দলটির প্রধান কোচ বলেন, '(বাবরের) ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবে সে। আপনারা জানেন যে, বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে, সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা।'

সাকিবের ইনজুরির খবর নিয়ে সোহেল বলছিলেন, 'সাকিব আল হাসানের ব্যাপারটা হচ্ছে বিসিবির মেডিকেল দল এটা এখন দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নেই। এখন সবটাই বোর্ড দেখছে। তারা যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই দেখবো।'

বিপিএলের ব্র্যান্ড ভ্যালু নিয়ে সোহেল বলেন, 'ব্রান্ডভ্যালু অনেক আলোচনা সাপেক্ষ ব্যাপার। এটা অনেক কিছুর সাথে রিলেটেড। এটা এভাবে বলা সম্ভব না। ব্রান্ডভ্যালু বাড়াতে গেলে স্লটের একটা ব্যাপার আছে। আপনি ভালো একজন খেলোয়াড় আনতে গেলে ভালো স্লট দেখতে হবে। আপনারা জানেন এখন এসএ টোয়েন্টি চলছে, আইএল টি-টোয়েন্টি চলছে, দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে। তেমন স্লট দেখা দরকার। যাতে ভালো খেলোয়াড় আসবে, ব্রান্ডিংও ভালো হবে। তাছাড়া কিছু পলিসিও আছে যেখানে হিট করলে আমার মনে হয় ব্রান্ডভ্যালু বাড়বে।'

এসএইচ/এইচজেএস