বিপিএলের জন্য যেভাবে প্রস্তুত হয়েছেন জয়
টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা শুরু হয়েছে মাহমুদুল হাসান জয়ের। সাদা পোশাকে বছর দুয়েক পার করে দিলেও বাকি দুই ফরম্যাটে কখনো নির্বাচকদের নজর কাড়তে পারেননি এই ওপেনার। তবে বিপিএলের মতো আসরে ঠিকই নিয়মিত খেলেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজি লিগে তার পারফরম্যান্সও ভালো।
জয়ের মতে টেস্টে ভালো করতে পারলে বাকি দুই ফরম্যাটে খেলাটা সহজ হয়ে যায়। খুলনার এই ব্যাটার বলছিলেন, 'দেখেন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে বিকেএসপিতে কয়েকদিন প্রাকটিস করি। ওইখানে আমরা খুব ভালো একটা ফ্যাসিলিটিজ পাই অনুশীলনের। সুতরাং ওখানে টি-টোয়েন্টির জন্য স্ট্রাইকরেট ভালো রাখার ব্যাপারটা নিয়ে কাজ করি। এভাবেই আসলে এডজাস্ট করে নেওয়া।'
বিজ্ঞাপন
টি-টোয়েন্টির স্কিলগুলো মানিয়ে নেওয়া কঠিন কী না এমন প্রশ্নে জয় বলেন, 'আসলে আমার কাছে ডিফিকাল্ট মনে হয় না। কারণ শেষ ২ সিজন আমি বিপিএল খেলছি এবং ভালোই খেলছি। যে স্ট্রাইকরেট এবং আমার এভারেজ তা ভালোই ছিল।'
'একজন টেস্ট ক্রিকেটার হিসেবে বলবো যে, এটা ডিফিকাল্ট কিছু না। যারা টেস্ট খেলতে পারে তারা ওয়ানডে টি-টোয়েন্টিও ভালো খেলতে পারে আমি বিশ্বাস করি। আমার সেই কনফিডেন্টটা আছে যে টি-টোয়েন্টিতে ভালো করবো।'-আরো যোগ করেন তিনি।
এইচজেএস