হারের পর শক্তিশালী হয়ে কামব্যাকের আভাস সোহানের
বিপিএলের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। যেখানে শেষ হাসি হেসেছে তামিম ইকবালের দল বরিশাল। অন্যদিকে, শুরুতে ব্যাটিং ব্যর্থতার পর বল হাতে লড়াই জমালেও রংপুর ৫ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। এমন হারের জন্য পাওয়ার প্লেতে রান কম পাওয়াকে দায়ী করেছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। একইসঙ্গে তিনি শক্তিশালী হয়ে কামব্যাকেরও আভাস দিয়েছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় পাওয়ার প্লেতে আমরা বাজে ব্যাটিং করছি। উইকেট একটু স্ট্রিকি ছিল, কিন্তু আমার মনে হয় আমরা কিছু ভুল করেছি পরের দিকে।’
বিজ্ঞাপন
এরপর শক্তিশালী হয়ে ফেরার আভাস দেন তিনি, ‘আমার কাছে মনে হয় ইম্প্লিমেন্টটা ঠিকমতো হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ, দ্রুত উইকেট পড়ার পর একটা জুটি হয়েছিল। সবমিলিয়ে দলের আত্মবিশ্বাস ভালো। যেহেতু বড় টুর্নামেন্ট, আরও ম্যাচ আছে। ইনশা-আল্লাহ আমরা শক্তিশালী হয়ে ফিরে আসবো।’
আরও পড়ুন
টসটাকেও গুরুত্বপূর্ণ বলছেন সোহান, ‘এখন পর্যন্ত বিপিএলে তিনটা ম্যাচ যখন হইছে, যারা পরে ব্যাট করছে হয়তো উইকেট একটু ভালো হচ্ছে। সবমিলিয়ে আমার মনে হয় না যে খুব বেশি একটা সমস্যা। যেহেতু টুর্নামেন্টের একদম শুরুর দিকে, এটি অনেক বড় টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় সবকিছু ওপেন। টসটা আমাদের হাতে থাকে না, কিন্তু আজকের ম্যাচে আমার কাছে মনে হয় টসটা গুরুত্বপূর্ণ ছিল।’
ম্যাচ হারলেও ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, ‘এত খারাপ খেলার পরও কিন্তু ২০ নম্বর ওভার পর্যন্ত গেছে ম্যাচ। যে কারণে মনে হয় সবমিলিয়ে এটা একটা ইতিবাচক দিক আমাদের দলের জন্য। দলের যে পরিমাণ কম্বিনেশন আছে, এটা শুধু প্রথম ম্যাচ গেছে, পুরো টুর্নামেন্ট আমাদের জন্য ওপেন।’
এসএইচ/এএইচএস