নামের ভারে দুর্দান্ত ঢাকা পিছিয়ে। এমন তকমা নিয়েই বিপিএলের শুরু করেছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। তবে কোচ খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, তারকা খ্যাতি না থাকাই তার দলের জন্য বড় পাওয়া। চাপমুক্ত ঢাকার সামর্থ্য দেখা গেল গতকাল কুমিল্লার বিপক্ষে ম্যাচে। শিরোপার দাবিদার ক্লাবটিকে তারা হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। 

এবার তারা অবশ্য দলের শক্তি বাড়ানোর দিকেই বেশ মনোযোগী হয়েছে। বিপিএল শুরুর পরেই দলে টেনেছে অস্ট্রেলিয়ার অ্যালেক্স রসকে। ৩১ বছর বয়েসী এই তারকা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে পরিচিত নাম। ১১৪ টি-টোয়েন্টির ক্যারিয়ারে ২০ হাজারের বেশি রান করেছেন ১২৬.৭৪ স্ট্রাইকরেটে। 

এর আগে ব্রিসবেন হিট, জ্যামাইকা তালাওয়াস এবং ডাম্বুলা অরার মত দলে। এবারের বিগ ব্যাশে খেলছেন সিডনি থান্ডার্সের হয়ে। সোমবার চট্টগ্রামের বিপক্ষে তৃতীয় ম্যাচেই তাকে পাওয়ার আশা ঢাকার। অ্যালেক্স রসের অন্তর্ভুক্তি ঢাকার ব্যাটিং লাইনআপকে অনেকটা সমৃদ্ধ করবে তা অনেকটা নিশ্চিত। 

একইদিনে ডানহাতি পেসার আনামুল হককেও দলে নিয়েছে ঢাকা। ২৩ বছর বয়েসী এই ক্রিকেটার ১৭টি প্রথম শ্রেণি এবং ১৪টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন।

জেএ