কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে বিপিএলের (BPL 2024) দশম আসরের। বাংলাদেশের পাশাপাশি জনপ্রিয় এই ক্রিকেট লিগটি দেশের বাইরেও উপভোগের সুযোগ থাকছে। 

বাংলাদেশে টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করছে বিপিএল। এ ছাড়া অনলাইনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে র‌্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপে। অন্যদিকে, ভারতে বিপিএল সম্প্রচার করছে ফ্যানকোড। আর পাকিস্তানে সরাসরি বিপিএল উপভোগ করা যাবে টেন স্পোর্টসে। এ ছাড়া অনলাইনে ট্যাপম্যাড টিভি ও হাম স্পোর্টসে বিপিএল সম্প্রচার করা হচ্ছে পাকিস্তানে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসেও উপভোগের সুযোগ থাকছে বিপিএল। ক্রিকবাজ ও ক্রিকলাইফে দেখা যাবে টুর্নামেন্টটি। আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭টি দেশে এই দুই প্ল্যাটফর্মে বিপিএল দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১১টি দেশে বিপিএল উপভোগ করা যাবে ক্রিকবাজ ও ক্রিকলাইফে। 

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিপিএল সম্প্রচার করবে উইলো টিভি। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে খেলা দেখা যাবে। 

এফআই