হাঁটুর চোটে থাকা মাশরাফি বিন মুর্তজার আসন্ন বিপিএলে খেলা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। কারণ জাতীয় সংসদ নির্বাচনের পর পায়ে অপারেশন করাবেন বলে একটি টিভি চ্যানেলে জানিয়েছিলেন তিনি। তবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স আগে থেকেই অধিনায়ক মাশরাফিকে পাওয়ার বিষয়ে প্রত্যাশার কথা জানিয়ে আসছিল। টুর্নামেন্টটির দশম আসর শুরুর আগমুহূর্তেও একই আশা জানিয়েছেন সিলেটের টিম ম্যানেজার নাফিস ইকবাল।

আজ (শনিবার) মিরপুরে সিলেটের এই ম্যানেজার গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় মাশরাফির খেলা নিয়ে নাফিস জানান, ‘মাশরাফিরটা এখনও বলা যাচ্ছে না, কিন্তু আমরা আশাবাদী তাকে প্রথম ম্যাচ থেকেই পাব। আমরা জানি সে জাতীয় নির্বাচন করছিল এবং এটা দেশের একটা ব্যাপার। সে ভালো করেছে, অভিনন্দন তাকে। আমরা জানি সে কিন্তু ফিটনেস ঠিক রাখতে নিজ থেকে টুকটাক কাজ করে থাকে। আমরা আশাবাদী সে যদি তার প্রস্তুতির জন্য ২-৩ দিন অনুশীলন করে, সে ফিরে আসবে।’

বিপিএলের প্রায় সব দল অনুশীলন শুরু করলেও, এক্ষেত্রে পিছিয়ে সিলেট। দলটি কবে থেকে অনুশীলন করবে এমন প্রশ্নে নাফিস জানালেন, ‘ওভারঅল আমাদের ক্যাম্প শুরু হচ্ছে ১৬ জানুয়ারি থেকে। আমরা পিকেএসপিতে (পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) একটা সেন্টার উইকেট ম্যাচ সিনারিও খেলব। পরবর্তীতে ১৭-১৮ তারিখ প্র্যাকটিস করব মিরপুরে। আমাদের বিদেশি খেলোয়াড়রা ১৬ তারিখ চলে আসবে। এরপর দু’দিন অনুশীলন করে ১৯ তারিখ ম্যাচ খেলবে।’

আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে বিপিএল ১ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ হবে ৪৬টি। টুর্নামেন্টটি হবে প্রায় দেড় মাস ব্যাপী। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে খেলবে মাশরাফির দল সিলেট। তবে সেখানে এই অভিজ্ঞ তারকা ক্রিকেটারকে তারা পাবে কি না, সেটাই এখন দেখার বিষয়। বিপিএলের ৯ আসরে সর্বোচ্চ পাঁচবার ফাইনাল খেলেছেন মাশরাফি। তারমধ্যে চারবারই চ্যাম্পিয়ন তার দল। সর্বশেষ আসরেও তিনি সিলেটের জার্সিতে খেলেছেন।

এসএইচ/এএইচএস