লম্বা সময় ধরেই চোটের কারণে ক্রিকেটের বাইরে আছেন ঋষভ পান্ত। তবে আসন্ন আইপিএল দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি। সবঠিক থাকলে তাকে দেখা যাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আর পান্ত টি-টোয়েন্টি দলে ফিরলে জায়গা হারাবেন লোকেশ রাহুল, এমনটাই মনে করেন সুনীল গাভাস্কার।

আজ থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাদ পড়েছেন রাহুল। তিনি কি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে জায়গা পাবেন? এ প্রশ্নেই আরেক উইকেটকিপার ব্যাটসম্যান পান্তের কথা মনে করিয়ে দিয়েছেন গাভাস্কার।

তিনি বলেন, ‘আমি তাকে (রাহুলকে) একজন উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দেখি, তবে এর আগে আমি একটা কথা বলতে চাই। ঋষভ পান্ত যদি ফিট থাকে, এমনকি সেটা এক পায়ে হলেও ওর দলে থাকা উচিত, কারণ পান্ত সব সংস্করণেই “গেম চেঞ্জার”। নির্বাচক হলে আমি সবার আগে ওকেই নিতাম।’

‘যদি পান্ত প্রস্তুত না থাকে এবং রাহুল উইকেটকিপিং করে, তাহলে সেটা ভালো হবে, দলে ভারসাম্য তৈরি হবে। তখন আপনার কাছে ওকে ওপেনার হিসেবে খেলানোরও সুযোগ থাকবে, মিডল অর্ডারে ও ফিনিশার হিসেবে ৫ ও ৬ নম্বরে রাহুলকে ব্যবহার করা যাবে।’-আরো যোগ করেন তিনি।

পান্তের সঙ্গে তুলনায় রাহুলকে পিছিয়ে রাখলেও সাম্প্রতিক সময়ে রাহুল উন্নতি করেছে বলে মনে করেন গাভাস্কার। তিনি বলেছেন, ‘রাহুল একজন অলরাউন্ডার, উইকেটকিপিংয়ে সে অনেক উন্নতি করেছে। আগে যখন সে কিপিং করত, হয়তো কিছুটা অনিচ্ছুক ছিল। এমন কেউ, যাকে দিয়ে চালিয়ে নেওয়া যেত। তবে এখন সে একজন যথার্থ উইকেটকিপার।’

এইচজেএস