সাকিব-তামিমের সঙ্গে বসবে বিসিবি
তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের বড় দুই নাম এখন আছেন দুই মেরুতে। দুজনের দ্বন্দ্বের খবর অজানা নয় কারোরই। বিশ্বকাপের আগে তাদের দুজনের দ্বন্দ্বই ছিল বাংলাদেশের ক্রিকেটের বড় সংবাদ। দুজনের সম্পর্ক নিয়ে নানা কথাই চাউর হয়েছে। এমনও গুঞ্জন আছে, সাকিব অধিনায়ক থাকলে তামিম জাতীয় দলে ফিরতে নারাজ।
তবে দুজনের সমস্যা নিয়ে এবার বসতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা দুই ক্রিকেটারের কথাই শুনতে চায় ক্রিকেটের অভিভাবক সংস্থা। একইসঙ্গে জানতে চায় দুজনের ভবিষ্যত পরিকল্পনা নিয়েও। তামিম ইকবাল কী করতে চান ক্যারিয়ার নিয়ে, সাকিবই বা অধিনায়ক থাকবেন কিনা, সবটাই জানতে চায় বিসিবি।
বিজ্ঞাপন
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল জানিয়েছেন নিজেদের পরিকল্পনার কথা, ‘সাকিবের সঙ্গেও বসব আমরা। ক্যাপ্টেন্সির কথাটা এখনও কিছু ভাবছি। আগে আসুক আমরা সবাই টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে আলোচনা করব। যেটা দলের জন্য সবচেয়ে ভালো হয় সেটাই আমরা চিন্তাভাবনা করব। যাইহোক সে এই মুহূর্তে বিপিএল নিয়ে ফোকাস। যেহেতু গতকাল চলে এসেছে ট্রেনিংয়ের জন্য। করতে থাকুক, তাঁর সঙ্গে পরে আলাপ করব।’
তামিমের বিষয়ে জালাল বলেন, 'তামিমের সঙ্গে বোর্ড প্রধান বসবেন বলেছেন। হয়তো বিপিএলের কোনো এক সময় বা এই মাসেই কোনো একসময় বসবে। বসলে আমরা তামিমের পরিকল্পনা বুঝতে পারব।'
সাকিবের অধিনায়কত্ব কতদিন, সেটা সাকিব নিজেই পরিষ্কার করেছেন আগে। তবু শেষ কথাটা তার মুখ থেকেই শুনতে চান, ‘যেহেতু তিন ফরম্যাটে সাকিব অধিনায়ক ছিল… সে তো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। আমরা কোনমতেই এটা নিয়ে মন্তব্য করতে পারি না। এজন্যই আমরা ধরে নিচ্ছি সে আমাদের অধিনায়ক। সে যদি আমাদের সঙ্গে বসে কথা বলে, তাঁর যদি নিজস্ব পরিকল্পনা থাকে তাহলে আপনাদের বলতে পারব।’
জালাল আরও যোগ করেন, 'আগে যেটা বলেছে সেটা মিডিয়ায় বলেছে। এখন যদি সে আনুষ্ঠানিকভাবে আমাদের না বলে তাহলে মিডিয়ায় বলা কথাটা আমরা বোর্ড নিতে পারছি না। কোন ফরম্যাটে থাকতে চায় সেটা সাকিব বোর্ডের সঙ্গে আলোচনা করলেই বুঝতে পারব।'
এসএইচ/জেএ