২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেটে বড় রকমের বিপর্যয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের ধরেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তার হাত ধরেই বদলে যেতে শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেটের চালচিত্র। এরপর টাইগার ক্রিকেটের এই কিংবদন্তি নাম লিখিয়েছেন রাজনীতিতে। 

২০১৮ সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই সফলতা পেয়েছিলেন মাশরাফি। এবার ২০২২ সালে এসে আবারও নেমেছেন সংসদ নির্বাচনে। এবারও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন টাইগার ক্রিকেটের সাবেক অধিনায়ক। 

এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এগিয়ে আছেন বিপুল ব্যবধানে। সবশেষ প্রাপ্ত খবর বলছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানের চেয়ে ১ লাখ ১০ হাজার ভোটে এগিয়ে মাশরাফি।  

এদিকে টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচনে জয়ের পর ফেসবুকে নড়াইলবাসীকে ধন্যবাদ জানাতে ভোলেননি মাশরাফি। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ধন্যবাদ নড়াইলবাসী।’ সাথে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন সাবেক টাইগার কাপ্তান।  

আজ রোববার ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে এবারের নির্বাচনে ৪০ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে। 

জেএ