ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। এবারের আসরের শুরুতে থাকছেন না দেশের প্রথম শ্রেণির আম্পায়াররা। কারণ একই সময়ে দক্ষিণ আফ্রিকায় চলবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর। সে কারণে আইসিসির আম্পায়ারিং প্যানেলে থাকা বাংলাদেশের দুজন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল টুর্নামেন্টটিতে দায়িত্ব পালন করবেন।

এদিকে, ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাই তিনিও বিপিএলের শুরুতে থাকছেন না। বর্তমানে তিনি পার্থে অবস্থান করছেন। সবমিলিয়ে বিপিএলের শুরুর দিকে প্রথম শ্রেণির এসব আম্পায়ারকে পাবে না বাংলাদেশ। 

যদিও বিদেশিদের পাশাপাশি দেশের অন্য আম্পায়াররাও রয়েছেন বিপিএলের শুরু থেকে। এবারের আসরের শুরু থেকেই থাকছে পূর্ণ ডিআরএস এবং হক-আই প্রযুক্তির ব্যবহার। যা আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নিখুঁত করবে।

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মার্চ। প্রতি শুক্রবার দিনের ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, সন্ধ্যা ৭টায় হবে রাতের ম্যাচ। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই দিনের ম্যাচ শুরু দুপুর দেড়টায় এবং রাতের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এসএইচ/এএইচএস