জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। যেখানে জায়গা হয়নি ধানাঞ্জয়া ডি সিলভা। সাদা বলের ক্রিকেটে জায়গা হারানো এই অলরাউন্ডারকে এবার টেস্ট ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে। এর মাধ্যমে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ১৮তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ধানাঞ্জয়ার। এ বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসির নির্বাচক কমিটির চেয়ারম্যান উপুল থারাঙ্গা।

ধানাঞ্জয়া শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ৫১ টেস্ট। করেছেন ১০ শতক ও ১৩ অর্ধশতক। অধিনায়ক হিসেবে ধনাঞ্জয়ার প্রথম অভিযান শুরু হবে ৬ ফেব্রুয়ারি, আফগানিস্তানের বিপক্ষে। সেই সিরিজের দল এখনো ঘোষণা করা হয়নি।

এদিকে সদ্য বিদায় টেস্ট অধিনায়ক দিমুথ কারুনারাত্নে অভিনন্দন জানিয়েছেন ধানাঞ্জয়াকে। তিনি বলেন, উপযুক্ত একজনকেই বেছে নেওয়া হয়েছে নেতৃত্বের জন্য, 'সন্তোষজনক ও স্মরণীয় সময় শেষে শ্রীলঙ্কার টেস্ট দলের দায়িত্ব শেষ পর্যন্ত তুলে দিচ্ছি তোমার হাতে ধানাঞ্জায়া ডি সিলভা, তোমার চেয়ে ভালো আর কে হতে পারে! আমার চোখে যে দুর্দান্ত এক অলরাউন্ড অ্যাথলেট।'

'ধানা, আমি তোমাকে এত বছর ধরে দেখেছি খুবই পরিণত ও দারুণ একজন ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতে ও গড়ে উঠতে… স্মার্ট, বরফশীতল মানসিকতার এবং খুবই চতুর ক্রিকেট মস্তিষ্কের একজন। মাঠের ভেতরে ও বাইরে নিজের ধরনে তুমি মানিয়ে নাও প্রতিবারই মুখে সেই বিখ্যাত হাসিটুকু নিয়ে! আমার দৃঢ় বিশ্বাস, শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেট খুব নিরাপদ হাতেই পড়েছে এবং তোমার অধিনায়কত্বের সময়টায় আরও এগিয়ে যাবে। এটা নিশ্চিত যে, মাঠের ভেতরে-বাইরে তোমার পাশে পাবে আমাকে।'

এইচজেএস