আপাতত আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততা নেই বাংলাদেশের ক্রিকেটারদের। চলতি জানুয়ারিতে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাই তাদের পুরো মনোযোগ। ২০ ওভারের এই ফ্র্যাঞ্চাইজি আসর শুরুর বেশ আগে থেকেই আলোচনায় মিরপুরসহ টুর্নামেন্টের বিভিন্ন ভেন্যুর উইকেট। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম আসন্ন বিশ্বকাপের সঙ্গে মিল রেখে বিপিএলের উইকেট বানানো হবে বলে আভাস দিয়েছেন।  

আজ (বুধবার) মিরপুরে মাহবুব আনাম বলেন, ‘টি-টোয়েন্টি ব্যাটারদের খেলা। আমরা চাইব যেন এখানে প্রচুর রান হয়। তবে অবশ্যই ব্যাটারদেরও দক্ষতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে বোলারদেরও। আমরা আগামী বিশ্বকাপকে সামনে রেখে যে ধরনের উইকেট আইসিসি আন্তর্জাতিক ইভেন্টগুলোতে তৈরি করার চেষ্টা করে, আমরা সেরকমই বানানোর চেষ্টা করব।’

এর মাধ্যমে ক্রিকেটাররা বিশ্বকাপের প্রস্তুতিও সেরে নিতে পারবেন বলে আশা এই বিসিবি কর্মকর্তার, ‘আবহাওয়ার বিষয়টাও দেখতে হবে। এখন যেরকম কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে, তাতে হয়তো শুরুতে আমরা কিছু সমস্যার মুখোমুখি হব। ভালো উইকেটের প্রচেষ্টা থাকবে আমাদের, আগামী বিশ্বকাপের সঙ্গে মিল রেখে একটা উইকেটই বানানোর কথা ওদের বলা হয়েছে। আমাদের ব্যাটসম্যান যারা খেলবে, তারা যেন বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি হিসেবে এটাকে ব্যবহার করতে পারে।’

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম

সাম্প্রতিক সময়ে সিলেটের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে একটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচের ভেন্যু নিয়ে বেশ প্রশংসাও শোনা গেছে। সেখানে দায়িত্বে থাকা পিচ পরামর্শক টনি হেমিংয়ের ওপর তাই আস্থা মাহবুব আনামের, ‘আমার মনে হয় সবার স্কিল আছে। আমাদের একজন শক্তিশালী পরামর্শক আছেন টনি হেমিং বিসিবি এই মুহূর্তে তাকে নিয়ে কাজ করবে। ও যেভাবে আমাদের কিউরেটরদের জ্ঞান দিচ্ছে এবং তার যে অভিজ্ঞতা, আমার মনে হয় বাইরে থেকে কাউকে আনার প্রয়োজন হবে না।’

তিনি আরও বলেন, ‘গত বিপিএলেও আমরা ভালো উইকেট পেয়েছি। এবং বেশ রান হয়েছিল। আমি মনে করি যে এটা এবারও করা সম্ভব। আমাদের কিউরেটর দলের যে দক্ষতা রয়েছে, তাদের দিয়েই ভালো উইকেট দিতে পারবো বলে আশা করছি।’

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যাকে কেন্দ্র করে ফরম্যাটটি নিয়ে বিশেষ পরিকল্পনা করছে বাংলাদেশসহ প্রতিযোগি দেশগুলো।

এসএইচ/এএইচএস