আগামী ১৯ জানুয়ারী থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর। দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে যাওয়া এই মেগা আসরে অংশ গ্রহণ করবে মোট ১৬ দল। ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। টুর্নামেন্টে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪১ টি।

গ্রুপ-এ

ভারত: আরশিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্র ময়ুর প্যাটেল, শচীন দাশ, প্রিয়াংশু মোলিয়া, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), আরেভেলি অবনীশ রাও, সৌমি কুমার পান্ডে, মুরুগান অভিষেক, ইন্নেশ মহাজন, ধানুশ গৌড়া, আরাধ্যা শুক্লা, রাজ লিম্বানি এবং নমন তিওয়ারি।

বাংলাদেশ: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

আয়ারল্যান্ড: ফিলিপ লে রক্স (অধিনায়ক), ম্যাকদারা কসগ্রেভ, হ্যারি ডায়ার, ড্যানিয়েল ফোরকিন, কিয়ান হিলটন, রায়ান হান্টার, ফিন লুটন, স্কট ম্যাকবেথ, কারসন ম্যাককালো, জন ম্যাকন্যালি, জর্ডান নিল, অলিভার রিলি, গ্যাভিন রউলস্টন, ম্যাথু উইলসন, রিতুব উইলসন।

যুক্তরাষ্ট্র: আমোঘ আরেপল্লী, রায়ান ভাগানি, আরিয়ান বাত্রা, খুশ ভালালা, প্রণনভ চেট্টিপালায়ম, আর্য গর্গ, সিদ্ধার্থ কাপা, ভব্য মেহতা, অরিন নাদকার্নি, মানব নায়ক, পার্থ প্যাটেল, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অতেন্দ্র সুবেন্দ্র, আর্যমান সুরি।

গ্রুপ-বি

ইংল্যান্ড: বেন ম্যাককিনি (অধিনায়ক), লুক বেনকেনস্টাইন, ফারহান আহমেদ, তাজিম আলী, চার্লি অ্যালিসন, চার্লি বার্নার্ড, জ্যাক কার্নি, জেডন ডেনলি, এডি জ্যাক, ডমিনিক কেলি, সেবাস্টিয়ান মরগান, হেডন মাস্টার্ড, হামজা শেখ, নোয়া থাইন, এবং থিও ওয়াইলি। 

দক্ষিণ আফ্রিকা: ডেভিড টিগার (অধিনায়ক), এসোসা আইহেভবা, জুয়ান জেমস, মার্টিন খুমালো, কুয়েনা মাফাকা, দেওয়ান মারিয়াস, রিলি নর্টন, নকোবানি মোকোয়েনা, রোমাশান পিলে, সিফো পোটসানে, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রিচার্ড সেলতসওয়ানে, অলিভার হোয়াইটহেড, স্টিভ স্টল এবং এনটান্ডো জুমা।

ওয়েস্ট ইন্ডিজ: স্টিফান প্যাসকেল (অধিনায়ক), নাথান সিলি, জুয়েল অ্যান্ড্রু, মাভেন্দ্র ডিন্ডিয়াল, জোশুয়া ডর্ন, নাথান এডওয়ার্ড, তারিক এডওয়ার্ড, রিওন এডওয়ার্ডস, দেশান জেমস, জর্ডান জনসন, ডেভনি জোসেফ, রেনিকো স্মিথ, ইসাই থর্ন, স্টিভ ওয়েডারবার্ন, আদ্রিয়ান উইয়ার।

স্কটল্যান্ড: ওয়েন গোল্ড (অধিনায়ক), উজাইর আহমেদ, হ্যারি আর্মস্ট্রং, লোগান ব্রিগস, জেমি ডাঙ্ক, বাহাদার এসাখিয়েল, ইব্রাহিম ফয়সাল, ররি গ্রান্ট, আদি হেগডে, ম্যাকেঞ্জি জোন্স, ফারহান খান, কাসিম খান, নিখিল কোটিস্বরণ, রুয়ারিদ ম্যাকইনটায়ার, অ্যালেক প্রাইস।

গ্রুপ-সি

অস্ট্রেলিয়া: লাচলান আইটকেন, চার্লি অ্যান্ডারসন, হারকিরাত বাজওয়া, মাহলি বিয়ার্ডম্যান, টম ক্যাম্পবেল, হ্যারি ডিক্সন, রায়ান হিকস, স্যাম কনস্টাস, রাফায়েল ম্যাকমিলান, আইডান ও'কনর, হারজাস সিং, টম স্ট্রেকার, ক্যালাম ভিডলার, কোরি ওয়াসলি, হাগ ওয়েবজেন।

শ্রীলঙ্কা: এখনো ঘোষণা করা হয়নি।

জিম্বাবুয়ে: নাথানিয়েল হ্লাবাঙ্গানা, পানশে তারুভিঙ্গা, রনক প্যাটেল, ক্যাম্পবেল ম্যাকমিলান, রায়ান কামওয়েম্বা, ব্রেন্ডন সুঙ্গুরো, ক্যাল্টন তাকাউইরা, ম্যাথিউ শোনকেন (অধিনায়ক), আনেসু কামুরিও, নিউম্যান ন্যামহুরি, ম্যাশফোর্ড শুঙ্গু, কোহল একস্টিন, পানশে গোতিরিঙ্গা, শন জাকাতিরা, মুনাশে চিমুসোরো।

নামিবিয়া: অ্যালেক্স ভলশেঙ্ক (অধিনায়ক), গেরহার্ড জানসে ভ্যান রেনসবার্গ, হ্যান্সি ডি ভিলিয়ার্স, জেডব্লিউ ভিসাগি, বেন ব্রাসেল, জ্যাক ব্রাসেল, হেনরি ভ্যান উইক, জাচিও ভ্যান ভুরেন, নিকো পিটার্স, ফাফ ডু প্লেসিস, ওয়াউটি নিহাউস, পিডি ব্লিগনাট, হ্যানরোস্ট। জুনিয়র কারিতা, রায়ান মফেট।

গ্রুপ-ডি

আফগানিস্তান: এখনও ঘোষণা করা হয়নি।

পাকিস্তান: সাদ বেগ (অধিনায়ক), আলী আসফান্দ, আলী রাজা, আহমদ হাসান, আমির হাসান, আরফাত মিনহাস, আজান আওয়াইস, হারুন আরশাদ, খুবাইব খলিল, মোহাম্মদ জিশান, নাভিদ আহমেদ খান, শাহজাইব খান, শামিল হোসেন, মুহাম্মদ রিয়াজুল্লাহ ও উবায়েদ শাহ।

নিউজিল্যান্ড: অস্কার জ্যাকসন (অধিনায়ক), ম্যাসন ক্লার্ক, স্যাম ক্লোড, জ্যাক কামিং, রহমান হেকমত, টম জোন্স, জেমস নেলসন, স্নেহিত রেড্ডি, ম্যাট রো, ইওয়াল্ড শ্রেউডার, লাচলান স্ট্যাকপোল, অলিভার তেওয়াতিয়া, অ্যালেক্স থম্পসন, রায়ান সোরগাস, লুক ওয়াটসন।

নেপাল: এখনও ঘোষণা করা হয়নি।

এইচজেএস