নিউজিল্যান্ডে স্মরণীয় জয় নিয়ে যা বলছেন তাসকিন

নিউজিল্যান্ড সফরে বছরের শেষটা তেমন মন্দ কাটেনি বাংলাদেশের। এবার তারা প্রথমবারের মতো কিউইদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তাদেরকেই হারানোর কীর্তি গড়েছে। যদিও টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের সুযোগ থাকলেও, কাজে লাগাতে পারেনি নাজমুল হোসেন শান্ত’র দল। তবে স্মরণীয় দুই জয় কিছুটা হলেও টাইগার ক্রিকেটে স্বস্তি ফিরিয়েছে। যা নিয়ে আজ (মঙ্গলবার) মিরপুরে স্বস্তি জানিয়েছেন সিরিজটিতে দলের বাইরে থাকা পেসার তাসকিন আহমেদ। 

নিউজিল্যান্ডের মাটিতে পেসারদের ভালো করা নিয়ে এই তারকা পেসার বলেন, ‘এটা খুবই শান্তির একটা বিষয়। পারসোনালি আমি যখন ম্যাচগুলো দেখতেছিলাম সবাই এতো দারুণ বোলিং করেছে মাশা-আল্লাহ। এটা খুবই স্বস্তির, কারণ  দিনশেষে পেসারদের দাপটে আমরা এই প্রথম নিউজিল্যান্ডে জয় পেয়েছি, এটা পেস বোলার হিসেবে অনেক শান্তির আসলে। যদিও অবশ্য আমি মিস করেছি।’

এর আগে মঙ্গলবার দেশে ফিরে বাংলাদেশ দল। বিমানবন্দরে নেমে সিরিজসেরা পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ লাস্ট কিছু ম্যাচ আমি খুব ভালো খেলেছি। এটা আমাকে বুস্ট-আপ করবে বিপিএলে ভালো খেলার জন্য। ইনশা-আল্লাহ চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখতে। প্রতিটি খেলোয়াড়ই চায় বেস্ট হতে। ইনশা-আল্লাহ যে পর্যায়ে আছি এখন, আমি যদি ধরে রাখি আবার তাসকিন ভাই যদি আসে আমাদের দলটা আরও গোছানো হবে। আশা করি আরও ভালো হবে।’

এছাড়া নিউজিল্যান্ডের ক্রিকেটাররা তাকে নিয়ে কিছু বলেছে কি না এমন প্রশ্নে শরিফুল বলেন, ‘না তারা সবাই খুব ভালো। তারা বলছিল খুব ভালো বোলিং করতেছি এবং এটা চালিয়ে যেতে বলেছে।’

এসএইচ/এএইচএস