২০২৩ সালটা অর্জনে পরিপূর্ণ ছিল অস্ট্রেলিয়ার। বিশ্ব ক্রিকেটে দারুণ সময় পার করা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এ বছরের বর্ষসেরা টেস্ট দল ঘোষণা করেছে। যেখানে বাংলাদেশি কোনো ক্রিকেটার জায়গা পাননি।

বর্ষসেরা এই দলে অস্ট্রেলিয়ার চেয়ে ইংল্যান্ডের খেলোয়াড়ের সংখ্যাই বেশি। তিনজন ইংলিশ ও দুজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় জায়গা পেয়েছেন। প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে, তাই তাকে এই দলের অধিনায়ক করা হয়েছে।

এই দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আছেন উসমান খাওয়াজা। তার সঙ্গে ইনিংসের ওপেন করার জন্য এই দলে বেছে নেওয়া হয়েছে দিমুথ করুনারত্নেকে। কেন উইলিয়ামসনকে রাখা হয়েছে এই দলের তিন নম্বর ব্যাটসম্যান হিসাবে।

মিডল অর্ডার সামলাবেন আয়ারল্যান্ডের লরকান টাকার। এই দলের উইকেটরক্ষকও থাকবেন টাকার। এছাড়া মিডল অর্ডার ব্যাটার হিসেবে তালিকায় রাখা হয়েছে হ্যারি ব্রুক এবং জো রুটকে। দলের একমাত্র অলরাউন্ডার হিসাবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা।

পেসার হিসেবে আছেন কাগিসো রাবাদা। সদ্য অবসর নেওয়া স্টুয়ার্ট ব্রডকেও তারা তাদের দলে জায়গা দিয়েছেন। একমাত্র স্পিনার হিসেবে আছেন রবীচন্দ্রন অশ্বিন। আর প্যাট কামিন্সের কাঁধে পেস বিভাগ সামলানোর পাশাপাশি থাকবে দলের নেতৃত্বও।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দল-

উসমান খাওয়াজা, দিমুথ করুনারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, লরকান টাকার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স (অধিনায়ক), কাগিসো রাবাদা, স্টুয়ার্ট ব্রড।

এইচজেএস