দ্বিপাক্ষিক সিরিজে কোনো ম্যাচে হার হয়তো খুব বেশি ভাবায় না কোনো দলকে। কিন্তু ম্যাচগুলো যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তখন প্রতিটি ম্যাচই লড়াইয়ে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। একদিন আগেপরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান উভয়ই নিজেদের টেস্ট ম্যাচে হেরেছে। পাকিস্তান তো ইতোমধ্যে অস্ট্রেলিয়ার কাছে সিরিজই খুইয়ে বসেছে, সেই তুলনায় কিছুটা স্বস্তিতে আছে ভারত। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উভয় দলই পিছিয়ে গেছে।

ভারত-পাকিস্তানের অবনতিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তারা ইনিংস ব্যবধান ও ৩২ রানে জিতেছে। গতকাল (বৃহস্পতিবার) হারের পরই ২ পয়েন্ট কাটা গেছে রোহিত শর্মাদের। এই ম্যাচ শেষে হতাশার মাত্রা দ্বিগুণ হয়েছে তাদের, সুপারস্পোর্ট পার্কে স্লো ওভার রেটের কারণে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

এদিকে, পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও, এখন পর্যন্ত কেবল একটি টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। ওই জয়েই তারা পেয়েছে ১২ পয়েন্ট, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুসারে শতভাগ পয়েন্ট পাওয়ার কারণে তারা এক নম্বর অবস্থান পেয়েছে। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ২ ম্যাচে তারা পেয়েছে ৫০ শতাংশ পয়েন্ট। একটি করে জয় ও হার নিয়ে তাদের পয়েন্ট ১২। তিনে থাকা অস্ট্রেলিয়া ৭ ম্যাচে চার জয়, দুই হার এবং এক ড্র নিয়ে ৪২ পয়েন্ট পেয়েছে। তাদেরও পয়েন্ট ৫০ শতাংশ। কিউইদের মতো দুই ম্যাচে একটি করে জয় ও ড্র নিয়ে ১২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান বাংলাদেশের।

পঞ্চম স্থানে রয়েছে শান মাসুদের দল পাকিস্তান। ৪ ম্যাচে দুটি করে জয় ও হার নিয়ে তারা পেয়েছে ২২ পয়েন্ট। দুটি ম্যাচ জিতলেও মন্থর ওভার রেটের জন্য ২ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। সেই কারণে ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা। তিন ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ভারত। তারা ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচে পেয়েছে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট। ইংল্যান্ড পাঁচ ম্যাচে পেয়েছে ১৫ শতাংশ পয়েন্ট। শ্রীলঙ্কা দু’টি ম্যাচ খেললেও এখনও কোনো পয়েন্ট পায়নি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিয়ম

এক ম্যাচ জিতলে বরাদ্দ ১২ পয়েন্ট। ফলাফল ড্র হলে ৪ পয়েন্ট করে পাবে দুই দল। হারলে কোনো পয়েন্ট নেই। তবে পয়েন্ট নয়, এই টেস্ট চ্যাম্পিয়নশিপে লিগ তালিকায় গুরুত্ব পায় মোট পয়েন্টের প্রাপ্ত শতাংশ। কোনো দল যদি চারটি ম্যাচ জেতে, তাহলে প্রতি ম্যাচে ১২ পয়েন্ট করে ৪৮ পয়েন্ট পাওয়ার কথা। যদি পুরো পয়েন্ট পায় তাহলে সেই দল পাবে ১০০ শতাংশ পয়েন্ট। একটি মাত্র ম্যাচ জিতলে ৪৮ পয়েন্টের মধ্যে ১২ পয়েন্ট পাওয়ায় সেই পয়েন্ট শতাংশের ভিত্তিতে ক্রমতালিকায় জায়গা পাবে ওই দল। ৪৮-এর মধ্যে ১২ পয়েন্ট মানে ২৫ শতাংশ পয়েন্ট।

যে কারণে পয়েন্ট শতাংশের হিসাব

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে পয়েন্ট শতাংশের ভিত্তিতে নয়, পয়েন্টের বিচারেই হিসাব করা হত। পরে সেই নিয়মে বদল আনা হয়। যেহেতু সব দল সমসংখ্যক টেস্ট খেলে না, তাই পয়েন্ট টেবিলে শতাংশের হিসাব করা হয়। এর ফলে কোনো দল কম ম্যাচ খেললেও, বাড়তি সুবিধা পায় না।

এএইচএস