নিউজিল্যান্ডের মাটিতে এখনও সফর করছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি দিয়ে নাজমুল হোসেন শান্ত’র দল বছর শেষ করবে। আঙুলের ইনজুরির কারণে পুরো সফরে ছিলেন না টাইগারদের তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। একইসঙ্গে তিনি বর্তমানে ব্যস্ত আছেন রাজনীতির মাঠে। মাগুরা-১ আসন থেকে তিনি প্রথমবার সংসদীয় নির্বাচন করছেন। তার রাজনীতিতে অংশগ্রহণ এবং শান্ত’র হাত ধরে দুই ফরম্যাটে প্রথম জয়ের ইতিহাস; সব মিলিয়ে আগামীতে টাইগারদের নেতৃত্বে কে থাকছেন তা নিয়ে জল্পনা চলছেই!

এ নিয়ে সাম্প্রতিক সময়ে কথা বলেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। আরও একবার সেই প্রসঙ্গ ওঠায় তিনি বলেন, ‘দেখুন, সাকিব চালিয়ে যাবে কি যাবে না সেটা পরের কথা। অধিনায়ক হিসেবে সাকিবকে আমাদের দায়িত্ব দেওয়া দরকার ছিল। যেহেতু সাকিব ইনজুরিতে, (নিউজিল্যান্ডে) যেতে পারেনি। এটা সে নিজেও বলেছে। হয়তো নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল, প্রথম দিকে ওয়ানডে খেলে চলে আসতো। কিন্তু সেটা পারেনি ইনজুরির কারণে। তার মানে সে যদি থাকতো অধিনায়কত্ব করতো। যেহেতু ইনজুরির কারণে সে যেতে পারেনি, তাই শান্ত অধিনায়কত্ব করছে।’

শান্ত কতদিন নেতৃত্বে থাকবে, তা নিয়ে বিসিবি কর্মকর্তা বলেন, ‘শান্তকে আমরা আগামী সিরিজ পর্যন্ত দায়িত্ব দিয়েছি। এখন সাকিব অধিনায়কত্ব করবে কি করবে না বা শান্তকে আমরা দেবো কি না, এই সিদ্ধান্তগুলো আসবে ক্রিকেট বোর্ড থেকে। সাকিব অধিনায়কত্ব করে যাচ্ছিল বলে উল্লেখ করেছি, সাকিব এখনও আমাদের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা কোনো সমস্যা না। অবশ্যই তার সঙ্গে আমরা আলাপ-আলোচনা করব, সাকিবের পরিকল্পনা জানব। সেটা জানার পরই বুঝতে পারব আগামীতে কে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব করবে।’

কিউইদের মাটিতে সিরিজের শেষ ম্যাচ আগামী রোববার (৩১ ডিসেম্বর)। এরপর টাইগারদের নিকট ভবিষ্যতে সিরিজ নেই। নির্বাচনের পর তারা বিপিএলের পরবর্তী আসর খেলতে নামবে। ফলে বাংলাদেশ দলের নেতৃত্বে দীর্ঘমেয়াদে কে থাকবেন, তা নিয়ে ভাবারও যথেষ্ট সময় পাবে বিসিবি।

উল্লেখ্য, কিউইদের মাটিতে চলতি সিরিজে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে ১৮ ম্যাচ পর এবং টি-টোয়েন্টিতে ৯ ম্যাচ পর টাইগাররা শান্তর নেতৃত্বে সেখানে জিতেছে। একইসঙ্গে প্রথমবারের মতো কিউইদের মাঠে তাদেরই বিপক্ষে সিরিজ জয়েরও সুযোগ রয়েছে সফরকারীদের সামনে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আজ বৃষ্টিতে ভেস্তে গেছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে প্রথমবারের মতো সেখানে সিরিজ জয়ের উৎসবে মাততে চায় বাংলাদেশ।

এসএইচ/এএইচএস