ঘরে-বাইরে দুই জায়গায়ই হারল ভারত
সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনেই টেস্ট হেরেছে ভারত। সেটাও আবার ইনিংস ও ৩২ রানের বিশাল ব্যবধানে। ছেলেদের ক্রিকেটে এমন খারাপ দিনে ভারতের মেয়েরাও সুখবর দিতে পারেনি। ওয়াংখেড়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে ভারত নারী দল।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ওয়াংখেড়েতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন জেমিমা রদ্রিগেজ। লক্ষ্য তাড়ায় ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ইনিংসের তৃতীয় বলে ডাক খেয়ে সাজঘরে ফেরেন অ্যালিসা হিলি। রানের খাতা খোলার আগেই উইকেট হারানো অজি মেয়েদের ম্যাচে ফেরান ফোবে লিচফিল্ড ও অ্যালিসা পেরি। দ্বিতীয় উইকেটে এই দুইজন মিলে তোলেন ১৪৮ রান।
৭২ বলে ৭৫ রান করে এপ্রি সাজঘরে ফিরলে ভাঙে প্রায় দেড়শ রানের জুটি। এরপর লিচফিল্ডও আর বেশিক্ষণ টিকতে পারেননি। তিনিও ফিরেছেন সত্তরের ঘর থেকেই। স্নেহা রানার বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৮৯ বলে ৭৮ রান।
টপ অর্ডারের মতোই রান পেয়েছেন মিডল অর্ডার ব্যাটাররাও। ব্যাথ মুনি ৪২ রানে ফিরলেও ফিফটি পেয়েছেন তাহলিয়া ম্যকগ্রাথ। মূলত তার আক্রমণাত্মক ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। ৫৫ বলে অপরাজিত ৬৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ১ রান করে ফিরেছেন শেফালি ভার্মা। সুবিধা করতে পারেননি রিকা ঘোষ-হারমানপ্রীত কররাও। তবে এদিন ভালো ব্যাটিং করেছেন ইয়শতিকা ভাটিয়া। স্মৃতি মান্দানার অনুপস্থিতিতে ইনিংস ওপেন করতে নেমে ৪৯ রান করেছেন তিনি।
টপ অর্ডার ব্যর্থতার দিনে দুর্দান্ত ব্যাটিং করেছেন জেমিমা রদ্রিগেজ। এই মিডল অর্ডার ব্যাটার করেছেন ৮২ রান। তাছাড়া শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন পুজা ভাস্ককার। তার ৪৬ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসে ২৮২ রানের সংগ্রহ পায় ভারত।
এইচজেএস