ভারতকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা
১৬৩ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। উইকেটে এসে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখলেন ব্যাটাররা! বালির বাধের মতো ভেঙে গেছে ভারতীয় ব্যাটিং লাইনআপ! সেঞ্চুরিয়ানে প্রোটিয়া পেসারদের তোপের মুখে ১৩১ রানে গুটিয়ে গেছে ভারত। ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল।
নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরু থেকেই ব্যকফুটে ছিল ভারত। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ৮ বল খেলে ডাক খেয়েছেন ভারত অধিনায়ক। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার ইয়াশভি জয়সাওয়ালও। এই তরুণ ফিরেছেন ৫ রান করে।
বিজ্ঞাপন
১৩ রানে দুই অপেনারকে হারানোর পর দলকে টেনে তোলার চেষ্টা করেন শুবমান গিল ও বিরাট কোহলি। এই দুইজনের তৃতীয় উইকেট জুটিতে ম্যাচে ফেরার আভাস ছিল। তবে ২৬ রান করে গিল ফিরলে ভাঙে ৩৯ রানের জুটি। তিনে নেমে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে না পারাটা গিলের জন্য ব্যর্থায় ছিল!
গিল ফেরার পরও অপর প্রান্তে অবিচল ছিলেন কোহলি। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটারকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই করেছেন কোহলি, আরেক প্রান্তে চলেছে যাওয়া-আসার মিছিল। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে কোহলির ব্যাট থেকে এসেছে ৭৬ রান।
সেঞ্চুরিয়ে এতটাই অসহায় ছিল ভারত যে, দ্বিতীয় ইনিংসে মাত্র ২ জন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছে। কোহলি আর গিল ছাড়া সবাই ছিলেন এক অঙ্কের ঘরে। প্রোটিয়াদের হয়ে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেছেন নান্ড্রে বার্গার।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬৭ ওভার ৪ বলে ২৪৫ রানে অলআউট হয় ভারত। যেখানে সেঞ্চুরি পেয়েছিলেন লোকেশ রাহুল। আর দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ১০৮ ওভার ৪ বলে ৪০৮ রান তোলেছিল। ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ডিন এলগার।
এইচজেএস