দক্ষিণ আফ্রিকা আর ভারত সিরিজে মাঠের উত্তাপ ছড়াবে এমনটাই স্বাভাবিক। তবে এবারের সিরিজে মাঠের খেলার উত্তাপ বারবারই ছড়িয়ে পড়ছে মাঠের বাইরে। ভারতীয় ব্যাটারদের আউট করে আবার তোপের মুখেও পড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। নান্দ্রে বার্গারকে নিয়ে টুইট করেছে তার আইপিএল দল রাজস্থান রয়্যালস। আর তাবরিজ শামসিকে তো রীতিমতো তোপের মুখেই ফেলেছিলেন ভারতীয় সমর্থকরা। 

তাবরিজ শামসির ঘটনা অবশ্য খানিক পুরাতন। তবে ভুক্তভোগী শামসি এর জবাব দিয়েছেন গতকাল বুধবার। টি-টোয়েন্টি সিরিজ চলাকালে সূর্যকুমার যাদবকে আউট করে নিজের চিরপরিচিত ভঙ্গিতে উদযাপন করেছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার। জুতা খুলে কানের কাছে ফোন করার ভঙ্গিতে ধরেছিলেন তিনি। 

শামসি বেশ অনেক আগে থেকেই নিজের এমন ব্যতিক্রমী উদযাপনের জন্য পরিচিত। কিন্তু ভারতের বিপক্ষে এমন উদযাপনের কারণে হেনস্থা করা হয়েছে তাকে। বাদ যাননি শামসির স্ত্রীও। সেঞ্চুরিয়ন টেস্টের মাঝেই সেই বিষয়ে মুখ খুললেন এই স্পিনার। জানালেন, কাউকে অসম্মান করার চিন্তা থেকে এমন উদযাপন করেননি তিনি। 

এক সাক্ষাৎকারে শামসি বলেন, ‘আমি কাউকে অসম্মান করার জন্য কিছু করিনি। কিন্তু সবাই সেটা ধরে নিল। আমাকে অনেক হেনস্থা করা হয়েছিল। খুব খারাপ লেগেছিল। শুধু আমাকে নয়, আমার স্ত্রীকেও হেনস্থা করা হয়েছিল। ও তো কিছুই করেনি। তার পরেও সব সহ্য করতে হয়েছিল। কোনও ক্রিকেটারকে খারাপ লাগলে তাকে গালাগাল করা যেতেই পারে। কিন্তু তার পরিবারকে টেনে আনা ঠিক নয়।’

শামসির মতে, অনেক ক্রিকেটারকেই হেনস্থা সহ্য করতে হয়। তার পরেও তারা চুপ থাকেন। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার মনে করেন এসব নিয়ে কথা বলা দরকার, ‘আমার মনে হয় ক্রিকেটারদের মুখ খোলা উচিত। চুপ করে সব সহ্য করার মানে সবাইকে আরও বেশি সাহস দেওয়া। এতে করে হেনস্থা কমবে না। উল্টে দিন দিন তা বেড়েই যাবে। কোনও ক্রিকেটার বা দলের বিরুদ্ধে রাগ হতেই পারে। তবে সেটা নিজের মধ্যেই রাখা উচিত।’

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই ঘটনা ঘটেছিল। এরপর মাঠে গড়িয়েছে ওয়ানডে। এখন চলছে টেস্ট। সেখানেও প্রায় একইরকম প্রতিক্রিয়া দেখা গেল দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে। নান্দ্রে বার্গার যশস্বী জয়সওয়ালকে সাজঘরে ফেরাতেই আইপিএল ফ্র্যাঞ্চাইজ রাজস্থান রয়্যালের টুইট হয়েছে তাকে নিয়ে। 

দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরিয়নেই টেস্ট অভিষেক হয়েছে নান্দ্রে বার্গারের। যশস্বীকে আউট করে টেস্ট জীবনের প্রথম উইকেটটি পেয়েছেন। তার পরেই রাজস্থান টুইট করেছে, ‘ক্যায়া কর রাহা হ্যায় ইয়ার বার্গার’। অর্থাৎ ‘কী করছ ভাই বার্গার’।

আসলে বার্গারকে এ বারের আইপিএল নিলামে ৫০ লাখ টাকায় কিনেছে রাজস্থান। বাঁ হাতি মিডিয়াম পেসারকে আগামী দিনের তারকা বলে মনে করা হচ্ছে। এ দিকে, যশস্বী অনেক দিন ধরেই রাজস্থানে খেলছেন। গত বারও দারুণ খেলেছেন। রাজস্থানের এক ক্রিকেটার আর এক জনকে আউট করাতেই এই টুইট করা হয়েছে দলের তরফে। 

তবে রাজস্থানের পক্ষ থেকে মজা করা হলেও, ভারতীয় নেটিজেনরা তো আর থেমে নেই। নান্দ্রে বার্গারকে নিয়েও তাই বিতর্ক থামছে না।

জেএ