সৌম্যকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়ানডেতে সিরিজ হারলেও শেষ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। কিউইদের মাটিতে প্রথমবার ওয়ানডে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের। তাই ফুরফুরে মেজাজেই টি-টোয়েন্টিতে নামছে নাজমুল হোসেন শান্তর দল।
নেপিয়ার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার। অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের। জায়গা পাননি সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নামছে টাইগাররা।
বিজ্ঞাপন
এর আগে টানা দুই ওয়ানডে হেরে নিউজিল্যান্ড সফর শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। শেষ ওয়ানডেতে ৯ উইকেটের জয়ে ইতিহাস গড়ে। স্বাগতিকদের বিপক্ষে তাদের ঘরের মাঠে সংক্ষিপ্ত সংস্করণে এটাই বাংলাদেশের প্রথম জয়।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।
এইচজেএস