টি-টোয়েন্টির ‘গেরো’ খুলতে মাঠে নামছে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর আগামীকাল (বুধবার) থেকে টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তদের প্রস্তুতি শুরু হবে এই ম্যাচ দিয়ে। নেপিয়ারে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে। প্রথমবারের মতো কিউইদের মাটিতে টাইগাররা এবার ওয়ানডে ম্যাচে জয়লাভ করেছে। যদিও সিরিজ গেছে স্বাগতিকদের দখলে। এবার তাদের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয়ের পালা। শান্তর নেতৃত্বে সফরকারীরা সেই ‘গেরো’ও খুলতে চায়।
ভিন্ন ফরম্যাটের এই সিরিজ শুরুর আগে আজ (মঙ্গলবার) ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক। যেখানে বাংলাদেশ অধিনায়ক শান্ত শেষ ওয়ানডের আত্মবিশ্বাস নিয়ে কাল মাঠে নামার কথা বলেছেন, ‘সবাই এক সাথে দলগতভাবে খেলতে চাই, যেটা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেমন, তেমনটাই করার চেষ্টা করব। আমার মনে হয় সবাই সেটাই করার জন্য প্রস্তুত।’
বিজ্ঞাপন
বাংলাদেশের জয়ের জন্য এই সিরিজকে ভালো সুযোগ বলছেন শান্ত, ‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ, সবাই অনেক রোমাঞ্চিত এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টোয়েন্টির কিছু খেলোয়াড় আগে এসেছে, এসে প্রস্তুতি নিয়েছে। আশা করছি যে সবাই কালকে একসঙ্গে হয়ে খুব ভালো একটা ম্যাচই খেলবে।’
অন্যদিকে, কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বাংলাদেশের সঙ্গে ভালো লড়াইয়ের আভাস দিয়েছেন, ‘আমি সব সময় বাংলাদেশকে ভয় পেতাম। আমরা জানি তারা কতটা ভয়ঙ্কর। ওয়ানডে সিরিজটা ক্লোজ ছিল। তাদের পেসাররা অনেক দূর এগিয়েছে। অবশ্যই তাসকিন এখানে নেই, কিন্তু বাকি তিন-চার জন তাদের ক্লাস দেখিয়েছে। উইকেট যদি পেসবান্ধব হয় তাহলে তারা আমাদের জন্য কঠিন হবে। বাংলাদেশ তিনটি ম্যাচেই ভালো খেলেছে বলে আমি মনে করি। বিশেষ করে তৃতীয় ম্যাচে তারা দারুণ করেছে। পিচে কিছুটা সহায়তা ছিল হয়ত তবে তারা অনেক ভালো জায়গায় বোলিং করেছে। জয়টাও তাদের প্রাপ্য ছিল। আশা করছি এই সিরিজেও বেশ ভালো রকমের লড়াই হবে।’
আরও পড়ুন
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে ঘরে-বাইরে মিলিয়ে ১১টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। টাইগাদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এই ম্যাচগুলো থেকেই নিজেদের সেরা অবস্থায় নিয়ে যেতে চান। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাঠে তিনটি টি-টোয়েন্টির পর ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে একই ফরম্যাটে যথাক্রমে ৩ ও ৫টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
চলমান সফরে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে প্রথম ওয়ানডে জয় পেয়েছে। যে জয় এসেছে ১৮ ম্যাচ খেলার পর। গতবছর কিউইদের মাটিতে প্রথম টেস্ট জয় এবং এবার একই ফল এসেছে ওয়ানডেতে। টি-টোয়েন্টিতে টাইগাররা তাদের মাটিতে ৯টি ম্যাচ খেললেও সবকটিতেই কিউইরা জিতেছে। এবার শান্তদের সাহস জোগাচ্ছে চলতি বছর টি-টোয়েন্টিতে টাইগারদের ভালো পারফরম্যান্স। যেখান থেকে শক্তি জুগিয়ে টাইগাররা সেই গেরো খুলতে পারেন কি না সেটাই দেখার বিষয়!
এসএইচ/এএইচএস