টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মত নিজেদের ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে ৫০ ম্যাচ খেলার মাইলফলকের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল।

আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজের সবগুলো ম্যাচ খেলতে পারলেই প্রথমবারের মত এক বর্ষপঞ্জিতে  ৫০ ম্যাচ খেলার নজির গড়বে টিম টাইগার্স।

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে চলতি বছর এরই মধ্যে ৪ টেস্ট, ৩২ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টিসহ ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবারই এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ৪৭ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর আগে ২০২১ ও ২০২২ সালে বছরে ৪৬টি ম্যাচ খেলার নজির গড়েছিল টাইগাররা।

এ বছর নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবার প্রথমবারের মতো ৫০টি ম্যাচ খেলার সুযোগ টাইগারদের সামনে।

এর আগে ২০০৮ সালে ৯টি টেস্ট, ২৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিতে সর্বমোট ৩৭টি ম্যাচ খেলে টাইগাররা। ২০১০ সালে আবারও ৩৭টি ম্যাচ খেলে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে ৪৪টি ম্যাচে অংশ নিয়েছিল টাইগাররা। পরবর্তীতে ২০২১ ও ২০২২ সালে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়ে তারা। এ বছর আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।

এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড ভারতের দখলে। ২০২২ সালে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৭১টি ম্যাচ খেলেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫টি ম্যাচ খেলার রেকর্ডও ভারতের দখলে। সেটি এ বছরই করেছে তারা। তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ২০০৯ সালে ৬১টি ম্যাচ খেলেছিল অজিরা।