চলতি বছরের শুরু থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে মহেন্দ্র সিং ধোনির সামনে তোলা হয়েছিল– পরবর্তী (২০২৪) আইপিএলে ‘ক্যাপ্টেন কুল’ খেলবেন কি না। সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে তিনি ভক্তদের স্বস্তির খবরটি দিয়েছিলেন। আর তা হচ্ছে— ফিট ও সুস্থ থাকলে তিনি খেলবেন আসন্ন আসরে। সেই পর্ব শেষ, এখন ধোনিকে ভিন্ন একটি প্রশ্নের মুখে পড়তে হয়। ক্রিকেট ছাড়ার কী করবেন সাবেক ভারতীয় অধিনায়ক। এবার সেই উত্তরও দিয়েছেন তিনি।

স্বাভাবিকভাবে ক্রিকেটারদের বেশিরভাগকেই ক্রিকেট ছাড়ার পর খেলা সংশ্লিষ্ট কার্যক্রম যেমন ধারাভাষ্য, কোচ কিংবা বিশ্লেষকের ভূমিকায় দেখা যায়। আবার কেউ পরিবারের সঙ্গে সময় কাটান। কিন্তু ধোনি তেমন কোনো কাজের কথা বলেননি, ক্রিকেট ছাড়লে সেনাবাহিনীতে সময় কাটাবেন বলে জানিয়েছেন তিনি। তার এমন উত্তরের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়ে যায়।

একটি অনুষ্ঠানে ভারতের দু’বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আমি কখনও এটা নিয়ে ভাবিনি। আমি এখনও ক্রিকেট খেলছি। আইপিএল খেলছি। ক্রিকেট ছাড়ার পর কী করব তা দেখাটা খুবই আকর্ষণীয় হবে। নিশ্চিতভাবে মনে করি, আমি সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। কারণ গত কয়েক বছর আমি সেটি করতে পারিনি।’

আগেও সেনাবাহিনীর পোশাকে দেখা গেছে ধোনিকে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষে অনারারি লেফটেন্যান্ট হিসেবে কাশ্মীরে ১৫ দিনের কাজের অভিজ্ঞতা আছে তার। যা ক্রিকেট ছাড়ার পর তার সেনাবাহিনীতে বেশি সময় কাটানোর ইচ্ছাকে জাগিয়ে তুলেছে। ২০১৯ সালের ৮ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেনাবাহিনীর ক্যাপ পরে ভারতীয়দের খেলতে নামার পরিকল্পনাটিও ছিল ধোনির। ম্যাচটি হয়েছিল তার জন্মশহর রাঁচিতে। সে বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরে পাকিস্তানি এক জঙ্গি সংগঠনের হামলায় প্রায় ৪০ ভারতীয় সেনা নিহত হন। তারই প্রতিবাদে সেনাবাহিনীর ক্যাপ পরে মাঠে নামেন ধোনিরা।

কয়েকদিন আগে দুবাইতে পরবর্তী আইপিএলের নিলাম হয়ে গেছে। যেখানে ধোনির চেন্নাই সুপার কিংস ৬ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। তার মধ্যে আছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানও। তবে ওই নিলামে উপস্থিত ছিলেন না এমএস ধোনি। সেখানে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং ধোনি সম্পর্কে বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ধোনির ১০ বছরের কৃতিত্ব নিয়ে চেন্নাইয়ের পক্ষ থেকে কিছু আয়োজনের। এটি নিয়ে আলোচনাও হয়েছিল। পরে ধোনি নিজেই আরও কিছু সময় আমাদের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করে। তার এমন নিবেদন দল ও ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক কিছু, পরে আমরা সেই আয়োজন থামিয়ে দিই।’

২০২৩ আইপিএল দিয়ে ভারতীয় টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পাঁচটি শিরোপা জয়ের রেকর্ড গড়ে ধোনির চেন্নাই। তবুও তাকে আরও কিছু সময় দেখার আশা দর্শকদের। যার টানে ৪২ বছর বয়সী ধোনি এখনও ক্রিকেটাঙ্গনে নিজেকে টিকিয়ে রেখেছেন। তিনি চেন্নাইকে এবারও শিরোপা জেতাতে চান কি না, সেই উত্তর হয়তো খেলার মাঠে দেখা যাবে!

এএইচএস