আইপিএল
‘মেয়েরা নিশ্চিন্তে বেড়ে উঠতে পারবে’, ১৪ কোটিতে দল পেয়ে মিচেল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে দল পেয়েছিলেন ড্যারিল মিচেল। তবে আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। আর সেটা যেন তার জন্য সাপে বর হলো! মিনি নিলাম থেকে ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
এক বছরের ব্যবধানে প্রায় ১৮ গুণ বেড়েছে মিচেলের পারিশ্রমিক। যা তিনি কখনো কল্পনাও করেননি। তাইতো নিলামের পর নিজের গায়ে চিমটি কেটে দেখেছেন এটা সত্যি কিনা। নিশ্চিত হওয়ার পর তার ভাবনায় প্রথম এসেছে, পরিবারের কথা। এই অর্থ তার পরিবারকে আরো ভালোভাবে জীবন যাপন করার নিশ্চয়তা দেবে।
বিজ্ঞাপন
নিলামের দিন মিচেলের বড় মেয়ের জন্মদিন ছিল। দল পাওয়ার পর তিনি বলেছিলেন, 'আমার বড় মেয়ের পঞ্চম জন্মদিন আজ, তাকে বেশ ভালো উপহারই তাই দিতে পারলাম! সে অবশ্য এসবের কিছু বোঝে না। তবে পুরো ব্যাপারটি এরকমই, এই টাকা আমাদের পরিবারকে পোক্ত করতে নানা দিক থেকেই সহায়তা করবে। আমার দুই মেয়ে নিশ্চিন্তে বেড়ে উঠতে পারবে এবং তাদের পছন্দের জিনিসগুলো উপভোগ করতে পারবে। এটিই সবচেয়ে ভালো ব্যাপার। আমরা তো এত কিছু করছি এসবের জন্যই।'
'এডির জন্মদিন ছিল। নিলাম চলার সময় উপহার সামগ্রী মোড়ানো ও এই ধরনের কাজ চলছিল। নিলামে তো বোঝা কঠিন, কখন কার নাম ওঠে। আমরা তাই নিজেদের ব্যস্ত রাখছিলাম ও পাশাপাশি নিলাম দেখছিলাম। নাম যখন উঠল, সবার চোখ পর্দায় আটকে গেল যে কী হয়। (টাকার অঙ্ক) যখন বেড়ে চলছিল, বুকের ভেতর তো দ্রিম দ্রিম করছিলই। আগে নিলামে অবিক্রিত থাকার অভিজ্ঞতা আছে। এবারের অভিজ্ঞতা তাই বিশেষ কিছু। চেন্নাই সুপার কিংসের অংশ হওয়াও রোমাঞ্চকর।'-আরো যোগ করেন তিনি।
বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। এখানে খেলতে পারলে আর্থিক দিকের পাশাপাশি নিজের অভিজ্ঞতার ভান্ডারও সমৃদ্ধ হয়। ভারতের জনপ্রিয় এইন লিগে খেলতে তর সইছে না মিচেলের।
তিনি বলেন, 'ফ্লেমের (ফ্লেমিং) কোচিংয়ে খেলতে খুবই রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছি। ক্রিকেটার হিসেবে আমাদের দেশের গ্রেটদের একজন ছিল সে, এখন কোচ হিসেবেও। তার কাছ থেকে শিখতে পারা… অনেক সাফল্য তিনি পেয়েছেন, এই অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি আমি।'
এইচজেএস